জানা গিয়েছে, বৈঠকে সিদ্ধান্ত হয় আগামীকাল অর্থাৎ ১১ নভেম্বর ২০২৫ তারিখ থেকে মাথাভাঙ্গা মহকুমা আদালতে কোনওরকম কাজ করবেন না তাঁরা। সূত্রের খবর, গত অগাস্ট মাস থেকে মাথাভাঙ্গা মহকুমা আদালতে থাকা জেরক্স মেশিনটি নষ্ট হয়ে রয়েছে। যার ফলে সার্টিফায়েড কপি পাচ্ছেন না আইনজীবীরা। এতে বিভিন্ন সমস্যার সন্মুখীন হতে হচ্ছে তাঁদের।
আরও পড়ুন : ফুটবল প্লেয়ার হস্তিশাবক, জলদাপাড়ায় মন ভাল করা দৃশ্য, ভাইরাল হল ভিডিও
advertisement
তাই নতুন জেরক্স মেশিন না আসা পর্যন্ত আইনজীবীদের এই সিদ্ধান্ত বজায় থাকবে বলে জানা গিয়েছে। অন্যদিকে আইনজীবীদের এই সিদ্ধান্তে আদালতের কাজকর্ম ব্যাপকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। কোর্টে আসা মানুষজনকে অসুবিধার সম্মুখীন হতে হবে বলে ধারণা করছেন অনেকে। উল্লেখ্য, আইনজীবীরা জানিয়েছেন, দ্রুত ফটোকপি মেশিন পরিবর্তন করে পরিষেবা চালু করা হোক। না হলে কর্মবিরতি বজায় থাকবে বলেই জানািয়েছেন তাঁরা।
আরও পড়ুন : ওজন কমাতে গিয়েই বদলে গেল জীবন! বাবা-মা চাননি, জেদের জোরে পাওয়ার লিফটিংয়ে সোনা জয় আসানসোলের মেয়ের
প্রসঙ্গত, গত তিন মাস ধরে মাথাভাঙ্গা মহকুমা আদালতের মেশিনটি অকেজো অবস্থায় পড়ে রয়েছে। এর ফলে মামলার গুরুত্বপূর্ণ নথিপত্রের সার্টিফায়েড কপি পাওয়া যাচ্ছে না, যা আইনি কার্যক্রমের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আর তার মাঝে আইনজীবীদের এই সিদ্ধান্তে ভোগান্তি আরও বাড়বে বলে আশঙ্কা রছেন সাধারণ মামলাকারীরা। প্রশাসন দ্রুত সমস্যার সমাধান না করলে বিচারপ্রক্রিয়ায় বড়সড় ব্যাঘাত ঘটবে বলেই মনে করছেন বহু মানুষ।
