TRENDING:

Lawyer Protest : মাথাভাঙ্গা আদালতে জেরক্স মেশিন বিকল! কাজ বন্ধের ডাক আইনজীবীদের, বিপাকে মামলাকারীরা

Last Updated:

Lawyer Protest : মাথাভাঙ্গা মহকুমা আদালতে জেরক্স মেশিন খারাপ থাকায় সার্টিফায়েড কপি পাচ্ছেন না আইনজীবীরা। প্রতিবাদে মঙ্গলবার থেকে কর্মবিরতির ডাক আইনজীবীদের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মাথাভাঙ্গা, কোচবিহার, রাজেশ দাশ : মাথাভাঙ্গা মহকুমা আদালতে জেরক্স মেশিন খারাপ থাকায় সার্টিফায়েড কপি পাচ্ছেন না আইনজীবীরা। এরফলে আগামীকাল মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছেন আইনজীবীরা। সোমবার মাথাভাঙ্গা বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি বৈঠক অনুষ্ঠিত হয়।সেখানেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত।
বার অ্যাসোসিয়েশন
বার অ্যাসোসিয়েশন
advertisement

জানা গিয়েছে, বৈঠকে সিদ্ধান্ত হয় আগামীকাল অর্থাৎ ১১ নভেম্বর ২০২৫ তারিখ থেকে মাথাভাঙ্গা মহকুমা আদালতে কোনওরকম কাজ করবেন না তাঁরা। সূত্রের খবর, গত অগাস্ট মাস থেকে মাথাভাঙ্গা মহকুমা আদালতে থাকা জেরক্স মেশিনটি নষ্ট হয়ে রয়েছে। যার ফলে সার্টিফায়েড কপি পাচ্ছেন না আইনজীবীরা। এতে বিভিন্ন সমস্যার সন্মুখীন হতে হচ্ছে তাঁদের।

আরও পড়ুন : ফুটবল প্লেয়ার হস্তিশাবক, জলদাপাড়ায় মন ভাল করা দৃশ্য, ভাইরাল হল ভিডিও

advertisement

তাই নতুন জেরক্স মেশিন না আসা পর্যন্ত আইনজীবীদের এই সিদ্ধান্ত বজায় থাকবে বলে জানা গিয়েছে। অন্যদিকে আইনজীবীদের এই সিদ্ধান্তে আদালতের কাজকর্ম ব্যাপকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। কোর্টে আসা মানুষজনকে অসুবিধার সম্মুখীন হতে হবে বলে ধারণা করছেন অনেকে। উল্লেখ্য, আইনজীবীরা জানিয়েছেন, দ্রুত ফটোকপি মেশিন পরিবর্তন করে পরিষেবা চালু করা হোক। না হলে কর্মবিরতি বজায় থাকবে বলেই জানািয়েছেন তাঁরা।

advertisement

আরও পড়ুন : ওজন কমাতে গিয়েই বদলে গেল জীবন! বাবা-মা চাননি, জেদের জোরে পাওয়ার লিফটিংয়ে সোনা জয় আসানসোলের মেয়ের

সেরা ভিডিও

আরও দেখুন
অশান্ত বাংলাদেশ! ভোল বদলে গেল মুর্শিদাবাদের ভারত-বাংলাদেশ সীমান্তের চেহেরা
আরও দেখুন

প্রসঙ্গত, গত তিন মাস ধরে মাথাভাঙ্গা মহকুমা আদালতের  মেশিনটি অকেজো অবস্থায় পড়ে রয়েছে। এর ফলে মামলার গুরুত্বপূর্ণ নথিপত্রের সার্টিফায়েড কপি পাওয়া যাচ্ছে না, যা আইনি কার্যক্রমের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আর তার মাঝে আইনজীবীদের এই সিদ্ধান্তে ভোগান্তি আরও বাড়বে বলে আশঙ্কা রছেন সাধারণ মামলাকারীরা। প্রশাসন দ্রুত সমস্যার সমাধান না করলে বিচারপ্রক্রিয়ায় বড়সড় ব্যাঘাত ঘটবে বলেই মনে করছেন বহু মানুষ।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Lawyer Protest : মাথাভাঙ্গা আদালতে জেরক্স মেশিন বিকল! কাজ বন্ধের ডাক আইনজীবীদের, বিপাকে মামলাকারীরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল