KKR News: কেকেআর নিচ্ছে ৫ ভারতীয় বোলারকে! পেস ও স্পিন বিভাগে মেগা চমক!

Last Updated:
KKR Target This 5 Indian Bowlers In IPL 2025 Mega Auction: ২৪ ও ২৫ নভেম্বর বসতে চলেছে আইপিএল ২০২৫-এর মেগা নিলামের আসর। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কেকেআর কোন কোন প্লেয়ারদের নিলাম থেকে নিতে পারে তা নিয়ে কৌতুহল রয়েছে সকলের। সূত্রের খবর, ৫ ভারতীয় পেসার রয়েছে কেকেআরের র‍্যাডারে।
1/6
২৪ ও ২৫ নভেম্বর বসতে চলেছে আইপিএল ২০২৫-এর মেগা নিলামের আসর। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কেকেআর কোন কোন প্লেয়ারদের নিলাম থেকে নিতে পারে তা নিয়ে কৌতুহল রয়েছে সকলের। সূত্রের খবর, ৫ ভারতীয় পেসার রয়েছে কেকেআরের র‍্যাডারে।
২৪ ও ২৫ নভেম্বর বসতে চলেছে আইপিএল ২০২৫-এর মেগা নিলামের আসর। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কেকেআর কোন কোন প্লেয়ারদের নিলাম থেকে নিতে পারে তা নিয়ে কৌতুহল রয়েছে সকলের। সূত্রের খবর, ৫ ভারতীয় পেসার রয়েছে কেকেআরের র‍্যাডারে।
advertisement
2/6
মহম্মদ শামি:  নিজের আইপিএল কেরিয়ার কেকেআরের হয়েই শুরু করেছিলেন  মহম্মদ শামি। চোট সরিয়ে মাঠে ফিরেই ফের আগুন ঝরাচ্ছেন ভারতীয় তারকা পেসার। গুজরাত দলে বিগত ২ মরশুম খেলেছেন শামি। এবার তাঁকে রিটেন না করায় ফের শামিকে কেকেআরে ফেরানোর চেষ্টা করতে পারে নাইটরা।
মহম্মদ শামি: নিজের আইপিএল কেরিয়ার কেকেআরের হয়েই শুরু করেছিলেন মহম্মদ শামি। চোট সরিয়ে মাঠে ফিরেই ফের আগুন ঝরাচ্ছেন ভারতীয় তারকা পেসার। গুজরাত দলে বিগত ২ মরশুম খেলেছেন শামি। এবার তাঁকে রিটেন না করায় ফের শামিকে কেকেআরে ফেরানোর চেষ্টা করতে পারে নাইটরা।
advertisement
3/6
অর্শদীপ সিং: বোলিং অ্যাটাককে শক্তিশালী করার ক্ষেত্রে সবসময় অলআউট ঝাঁপায় কেকেআর। এবার একজন টি-২০স্পেশালিস্ট, বিশেষ করে ডেথ ওভার দলকে সার্ভিস দিতে পারে এমন কাওকে খুঁজথে কেকেআর। ফলে ভারতীয় বাঁ হাতি পেসার অর্শদীপ সিংও রয়েছে কেকেআরের র‍্যাডারে।
অর্শদীপ সিং: বোলিং অ্যাটাককে শক্তিশালী করার ক্ষেত্রে সবসময় অলআউট ঝাঁপায় কেকেআর। এবার একজন টি-২০স্পেশালিস্ট, বিশেষ করে ডেথ ওভার দলকে সার্ভিস দিতে পারে এমন কাওকে খুঁজথে কেকেআর। ফলে ভারতীয় বাঁ হাতি পেসার অর্শদীপ সিংও রয়েছে কেকেআরের র‍্যাডারে।
advertisement
4/6
খালিল আহমেদ: কেকেআর বরাবর পেস বোলিং অ্য়াটককে শক্তিশালী করার দিকে নজর দিয়ে থাকে। ভারতীয় পেসারদের মধ্যে খলিল আহমেদও থাকতে পারে কেকেআরের পছন্দের তালিকায়। আইপিএলের মঞ্চে নিজেকে প্রমাণও করেছেম খলিল।
খালিল আহমেদ: কেকেআর বরাবর পেস বোলিং অ্য়াটককে শক্তিশালী করার দিকে নজর দিয়ে থাকে। ভারতীয় পেসারদের মধ্যে খলিল আহমেদও থাকতে পারে কেকেআরের পছন্দের তালিকায়। আইপিএলের মঞ্চে নিজেকে প্রমাণও করেছেম খলিল।
advertisement
5/6
নবদীপ সাইনি: আইপিএলের মঞ্চ থেকেই নিজের পরিচিতি তৈরি করেছিলেন নবদীপ সাইনি। ভারতীয় দলেও সুযোগ পেয়েছিলেন। গত মরশুমে রাজস্থানে ছিলেন সাইনি। এবার ভারতীয় পেসার খোঁজার ক্ষেত্রে নবদীপ সাইনিকে টার্গেট করতে পারে কেকেআর।
নবদীপ সাইনি: আইপিএলের মঞ্চ থেকেই নিজের পরিচিতি তৈরি করেছিলেন নবদীপ সাইনি। ভারতীয় দলেও সুযোগ পেয়েছিলেন। গত মরশুমে রাজস্থানে ছিলেন সাইনি। এবার ভারতীয় পেসার খোঁজার ক্ষেত্রে নবদীপ সাইনিকে টার্গেট করতে পারে কেকেআর।
advertisement
6/6
ওয়াশিংটন সুন্দর: কেকেআরের তালিকায় থাকতে পারে ভারতীয় অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরের নাম। হায়দপরাবাদ তাঁকে রিটেন করেনি। কেকেআরে ভাল অফ স্পিনার দরকার। ব্যাটিং দক্ষতাও যথেষ্ট ভারতীয় তারকার।
ওয়াশিংটন সুন্দর: কেকেআরের তালিকায় থাকতে পারে ভারতীয় অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরের নাম। হায়দপরাবাদ তাঁকে রিটেন করেনি। কেকেআরে ভাল অফ স্পিনার দরকার। ব্যাটিং দক্ষতাও যথেষ্ট ভারতীয় তারকার।
advertisement
advertisement
advertisement