আরও পড়ুন: রাস্তায় আবর্জনা ফেলাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ল দুই পরিবার, আহত ৯
বালুরঘাট শহর লাগোয়া খানপুরে কেন্দ্রীয় বিদ্যালয় অবস্থিত। শনিবার সেখানে একটি ছোট্ট অনুষ্ঠানের মধ্যে দিয়ে রাস্তার উদ্বোধন করেন সুকান্ত মজুমদার। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিদ্যালয়ের শিক্ষক ও পড়ুয়াড়া। এই স্কুলটির যান চলাচলের একমাত্র রাস্তা দীর্ঘদিন খারাপ হয়ে পড়েছিল। ফলে ছাত্র-ছাত্রীদের যাতায়াতে অসুবিধা হচ্ছিল। স্কুল কর্তৃপক্ষ বিষয়টি স্থানীয় সাংসদ সুকান্ত মজুমদাকে জানান। বিষয়টি শুনেই তৎপর হয়ে ওঠেন সাংসদ। এরপর নিজের সাংসদ তহবিল থেকে ৪০০ মিটার দীর্ঘ রাস্তার জন্য অর্থ বরাদ্দ করেন।
advertisement
কেন্দ্রীয় বিদ্যালয়ের পড়ুয়াদের যাতায়াতের রাস্তার সমস্যা মেটানোয় সুকান্ত মজুমদারকে ধন্যবাদ জানিয়েছেন অভিভাবকরা। এর পাশাপাশি এলাকার আরও বেশ কিছু ছোট ছোট সমস্যার কথা সাংসদের কাছে তুলে ধরা হয়। এই সমস্যাগুলি আগামী দিনে পূরণ করার আশ্বাস দেন সুকান্ত মজুমদার
সুস্মিতা গোস্বামী





