পরিস্থিতি বেগতিক বুঝতে পেরে জরুরি অবস্থায় প্লাটফর্মেই প্রসব করাতে হয় বছর ১৯-এর নাইসা খাতুনের। জন্ম নেয় ফুটফুটে একটি পুত্র সন্তান। নাইসার বাড়ি উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার গাইনপুরে। তাঁর স্বামী রাহাত মণ্ডল জানান, “বাড়িতে দেখাশোনার জন্য কেউ ছিল না। তাই ডেলিভারির আগে কিশানগঞ্জে মা-বাবার কাছে যাচ্ছিল নাইসা। শিয়ালদহ থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেসে চেপেছিলাম আমরা। মধ্যরাতে মালদহ টাউন স্টেশনে পৌঁছতেই নাইসার প্রসব যন্ত্রণা ওঠে। সেই সময় আরপিএফ আধিকারিকদের সহযোগিতায় প্ল্যাটফর্মে প্রসব করানো হয় নাইসাকে। বর্তমানে সুস্থ রয়েছে স্ত্রী ও পুত্র।”
advertisement
মালদহ ডিভিশনের ডিআরএম মনিশ কুমার গুপ্তা জানান, “অপারেশন মাতৃশক্তি-র অধীনে মালদহ টাউন স্টেশনে আরপিএফ-এর তৎপরতায় নিরাপদ প্রসব করানো হয় প্রসূতি মহিলাকে। আরপিএফ কর্মীদের সতর্কতা এবং সময়োপযোগী পদক্ষেপের কারণে, মহিলা স্টেশন চত্বরেই নিরাপদে পুত্রসন্তান প্রসব করেছেন। আরপিএফ দলটি দ্রুত সমস্ত প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করে এবং মা ও নবজাতককে পরবর্তী চিকিৎসার জন্য নিকটবর্তী সরকারি হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থা করা হয়েছে।”
এই ঘটনাটি যাত্রী নিরাপত্তা, কল্যাণ এবং বিশেষ করে জরুরি সহায়তা প্রয়োজন এমন মহিলাদের প্রতি সহানুভূতিশীল যত্ন নিশ্চিত করার ক্ষেত্রে আরপিএফ এবং পূর্ব রেলওয়ের সক্রিয় ভূমিকাকে তুলে ধরে বলে জানান মালদহ ডিভিশনের ডিআরএম।






