North 24 Parganas News: রাস্তায় আবর্জনা ফেলাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ল দুই পরিবার, আহত ৯
- Published by:Ananya Chakraborty
- Reported by:ZIAUL ALAM
Last Updated:
দীর্ঘ কুড়ি বছর ধরে ওই দুটি পরিবার একটিই কমন রাস্তা দিয়ে যাতায়াত করে। কিন্তু একটি পরিবার যাতায়াতের ওই রাস্তাতেই হঠাৎ করেই আবর্জনা ফেলতে শুরু করে। অন্য পরিবারটি এর প্রতিবাদ করে।
উত্তর ২৪ পরগনা: রাস্তায় নোংরা আবর্জনা ফেলার ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ। যা মুহূর্তের মধ্যে এলাকার দুই গোষ্ঠীর খণ্ড যুদ্ধে পরিণত হয়। প্লাস্টিকের শক্ত পাইপ, বাঁশ ও টিউব লাইট নিয়ে একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ে। এই ঘটনায় উভয়পক্ষের ৯ জন আহত হয়। তাদের মধ্যে এক প্রতিবন্ধী যুবতীও আছে। দেগঙ্গার বেড়াচাঁপার ঘটনা।
গ্রামের রাস্তায় নোংরা-আবর্জনা ফেলার ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে দেগঙ্গার দুই পরিবার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘ কুড়ি বছর ধরে ওই দুটি পরিবার একটিই কমন রাস্তা দিয়ে যাতায়াত করে। কিন্তু একটি পরিবার যাতায়াতের ওই রাস্তাতেই হঠাৎ করেই আবর্জনা ফেলতে শুরু করে। অন্য পরিবারটি এর প্রতিবাদ করে। অভিযোগ, এর পরই প্রতিবাদ করা পরিবারের ছয় সদস্যকে প্লাস্টিকের শক্ত পাইপ, বাঁশ, টিউব লাইট দিয়ে বেধড়ক মারধর করা হয়। রক্তাক্ত অবস্থায় তাঁদের বিশ্বনাথপুর গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র নিয়ে যান প্রতিবেশীরা। এই ঘটনায় ওই পরিবারের এক প্রতিবন্ধী যুবতীও গুরুতর আহত হয়েছে। হামলাকারী পরিবারের তিন সদস্যও আহত হয় বলে জানা গিয়েছে।
advertisement
advertisement
সূত্রের খবর, আবর্জনা ফেলার এই সমস্যার কথা একাধিকবার প্রশাসনিক স্তরে জানানো হয়। এই নিয়ে স্থানীয় পঞ্চায়েত অফিসে আলেচনাও হয়েছে। কিন্তু কোনও সমাধান সূত্র বেরোয়নি। দিন দশেক আগেও রাস্তায় জঞ্জাল ফেলা নিয়ে দুই পরিবারের মধ্যে ঝামেলা হয়েছিল। দেদিনও বেশ কয়েকজন আহত হন বলে দাবি দুই পরিবারেরই। এদিনের ঘটনায় উভয় পক্ষই দেগঙ্গা থানায় পরস্পরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
advertisement
জিয়াউল আলম
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
April 29, 2023 7:30 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: রাস্তায় আবর্জনা ফেলাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ল দুই পরিবার, আহত ৯