হোম /খবর /মুর্শিদাবাদ /
কান্দির স্বস্তি! দ্রুত চালু হবে দ্বিতীয় রণগ্রাম সেতু

Murshidabad News: মাস দুয়েকের মধ্যে চালু হয়ে যাবে দ্বিতীয় রণগ্রাম সেতু

X
title=

আগামী দু'মাসের মধ্যে দ্বারকা নদীর উপর অবস্থিত এই সেতু সাধারণ যাত্রীদের জন্য খুলে দেওয়া হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

মুর্শিদাবাদ: কান্দি-বহরমপুর রাজ্যে সড়কের উপর দ্বিতীয় রণগ্রাম সেতুর কাজ প্রায় শেষের পথে। আগামী দু'মাসের মধ্যে দ্বারকা নদীর উপর অবস্থিত এই সেতু সাধারণ যাত্রীদের জন্য খুলে দেওয়া হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। রাজ্যে সরকার প্রায় ২৮ কোটি টাকা ব্যায়ে এই সেতু নির্মাণ করছে।

আরও পড়ুন: সীমান্তের মহিলাদের আইনি অধিকার নিয়ে সেমিনার

দেড় বছর ধরে মুর্শিদাবাদের এই গুরুত্বপূর্ণ সেতু তৈরির কাজ চলছে। ১৯৩৮ সালে ব্রিটিশ আমলে লোহার রণগ্রাম সেতু তৈরি হয়েছিল। কিন্তু তার স্বাস্থ্য পরীক্ষার পর সেখান দিয়ে ভারী পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়। তবে বাস চলাচল করলেও তা যাত্রী শূন্য করে এই সেতুতে ওঠার অনুমতি দেওয়া হয়। তবে ছোট গাড়ি, বাইক এগুলি রণগ্রাম সেতু দিয়ে আগের মতই চলছে।

কান্দি, সাঁইথিয়া সহ দক্ষিণবঙ্গের বহু এলাকায় পৌঁছানোর ক্ষেত্রে এই সেতুই একমাত্র ভরসা। কয়েক বছর আগে সেতুটির শেষ প্রান্তে প্রায় ১২ মিটার এলাকাজুড়ে ভেঙে যায়। রক্ষণাবেক্ষণের অভাবে এই সেতুটি জরাজীর্ণ হয়ে পড়ে। দু'বছর আগে দ্বিতীয় রণগ্রাম সেতু তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। তারপরই দ্রুত গতিতে এই সেতু নির্মাণের কাজ এগিয়ে চলেছে। মাস দুয়েকের মধ্যে এই দ্বিতীয় সেতুটি সকলের জন্য খুলে দেওয়া হবে বলে খবর। এর ফলে কান্দি মহকুমার অসংখ্য মানুষের সুবিধা হবে।

কৌশিক অধিকারী

Published by:kaustav bhowmick
First published:

Tags: Bridge, Kandi, Murshidabad news, Ranagram Bridge