North 24 Parganas News: সীমান্তের মহিলাদের আইনি অধিকার নিয়ে সেমিনার

Last Updated:

সীমান্ত এলাকার মহিলাদের আইনে অধিকার সম্বন্ধে সচেতন করতে উত্তর ২৪ পরগনার গাইঘাটার রামচন্দ্রপুর হাইস্কুলে আয়োজিত হল সেমিনার।

+
title=

উত্তর ২৪ পরগনা: বাংলাদেশ সীমান্ত লাগোয়া প্রত্যন্ত গ্রামগুলিতে শিশুশ্রম, বাল্যবিবাহ, নারী পাচারের ঘটনা আকছার ঘটে। কেন্দ্র ও রাজ্য সরকার এই বিষয়ে সক্রিয় হয়েও পুরোপুরি সাফল্য এখনও পর্যন্ত আসেনি। এই পরিস্থিতিতে সীমান্তবর্তী এলাকার মহিলাদের নিজস্ব আইনি অধিকার সম্বন্ধে সচেতন করতে আয়োজিত হলো সেমিনার।
সীমান্তবর্তী গ্রামগুলির বহু মহিলাকে বাড়িতেও নানান নির্যাতন সহ্য করতে হয়। কিন্তু নিজস্ব আইনি অধিকার সম্বন্ধে সঠিক ধারণা না থাকায় তাঁরা কিছুই করতে পারেন না। এই নিয়ে সচেতনতা গড়ে তুলতে উত্তর ২৪ পরগনার গাইঘাটার রামচন্দ্রপুর হাইস্কুলে সেমিনার আয়োজন করল এক বেসরকারি আইন কলেজ। সেখানে আলোচনা সভা শেষে নাটকের মাধ্যমে নারীদের যে যে অত্যাচার সহ্য করতে হয় তা তুলে ধরা হয়। সেই সঙ্গে এইসব অত্যাচার থেকে কীভাবে আইনি পথে মুক্তি মিলবে তাও তুলে ধরা হয় নাটকে।
advertisement
advertisement
এই প্রান্তিক এলাকার মানুষেরা মন দিয়ে গোটা আলোচনা-পর্ব শোনেন। তাঁরা সকলে ভিড় করে নাটকও দেখেন। এই সেমিনারে অংশ নিয়ে খুশি এলাকার ছাত্রী থেকে শুরু করে বধূ সকলেই। সেমিনারের উদ্যোক্তা তথা বেসরকারি আইন কলেজের বিভাগীয় প্রধান সৌভিক চট্টোপাধ্যায় বলেন, সীমান্ত এলাকায় নারী ও মহিলাদের উপর হয়ে চলা অত্যাচারের বহু বিষয়ই সেভাবে প্রকাশ্যে উঠে আসে না। কিন্তু তাঁরাও যাতে আইনি পরিষেবা ব্যবহার করে নিজেদের সুরক্ষিত রাখতে পারেন তার জন্যই এই বিশেষ ব্যবস্থা। এর মধ্য দিয়ে সচেতনতা তৈরি হলে কিছুটা হলেও সুরক্ষিত হবেন প্রান্তিক এলাকার মহিলারা।
advertisement
রুদ্রনারায়ণ রায়
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: সীমান্তের মহিলাদের আইনি অধিকার নিয়ে সেমিনার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement