Malda News: চলন্ত ট্রেনে প্রসব যন্ত্রণা, আরপিএফ-এর তৎপরতায় মালদহ স্টেশনের প্ল্যাটফর্মে সন্তানের জন্ম দিলেন মহিলা
- Reported by:Jiam Momin
- hyperlocal
- Published by:Rukmini Mazumder
Last Updated:
চলন্ত ট্রেনে প্রসব যন্ত্রণা, আরপিএফ কর্মীদের তৎপরতায় প্ল্যাটফর্মেই জন্ম নিল সদ্যোজাত। ঘটনাটি ঘটেছে মালদহ টাউন স্টেশনের ৭ নম্বর প্ল্যাটফর্মে
মালদহ, জিএম মোমিন: চলন্ত ট্রেনে প্রসব যন্ত্রণা, আরপিএফ কর্মীদের তৎপরতায় প্ল্যাটফর্মেই জন্ম নিল সদ্যোজাত। ঘটনাটি ঘটেছে মালদহ টাউন স্টেশনের ৭ নম্বর প্ল্যাটফর্মে। মঙ্গলবার মধ্যরাতে মালদহ টাউন স্টেশনের ৭ নম্বর প্ল্যাটফর্মে শিয়ালদহ থেকে দিনহাটাগামী উত্তরবঙ্গ এক্সপ্রেস ট্রেন এসে পৌঁছতেই এক মহিলাকে প্রসব যন্ত্রণায় কাতরাতে দেখতে পান রেল পুলিশের কর্মীরা। ঘটনা দেখেই তৎক্ষণাৎ রেল হাসপাতালের চিকিৎসকদের খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন রেল হাসপাতালের চিকিৎসকরা।
পরিস্থিতি বেগতিক বুঝতে পেরে জরুরি অবস্থায় প্লাটফর্মেই প্রসব করাতে হয় বছর ১৯-এর নাইসা খাতুনের। জন্ম নেয় ফুটফুটে একটি পুত্র সন্তান। নাইসার বাড়ি উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার গাইনপুরে। তাঁর স্বামী রাহাত মণ্ডল জানান, “বাড়িতে দেখাশোনার জন্য কেউ ছিল না। তাই ডেলিভারির আগে কিশানগঞ্জে মা-বাবার কাছে যাচ্ছিল নাইসা। শিয়ালদহ থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেসে চেপেছিলাম আমরা। মধ্যরাতে মালদহ টাউন স্টেশনে পৌঁছতেই নাইসার প্রসব যন্ত্রণা ওঠে। সেই সময় আরপিএফ আধিকারিকদের সহযোগিতায় প্ল্যাটফর্মে প্রসব করানো হয় নাইসাকে। বর্তমানে সুস্থ রয়েছে স্ত্রী ও পুত্র।”
advertisement
মালদহ ডিভিশনের ডিআরএম মনিশ কুমার গুপ্তা জানান, “অপারেশন মাতৃশক্তি-র অধীনে মালদহ টাউন স্টেশনে আরপিএফ-এর তৎপরতায় নিরাপদ প্রসব করানো হয় প্রসূতি মহিলাকে। আরপিএফ কর্মীদের সতর্কতা এবং সময়োপযোগী পদক্ষেপের কারণে, মহিলা স্টেশন চত্বরেই নিরাপদে পুত্রসন্তান প্রসব করেছেন। আরপিএফ দলটি দ্রুত সমস্ত প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করে এবং মা ও নবজাতককে পরবর্তী চিকিৎসার জন্য নিকটবর্তী সরকারি হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থা করা হয়েছে।”
advertisement
advertisement
এই ঘটনাটি যাত্রী নিরাপত্তা, কল্যাণ এবং বিশেষ করে জরুরি সহায়তা প্রয়োজন এমন মহিলাদের প্রতি সহানুভূতিশীল যত্ন নিশ্চিত করার ক্ষেত্রে আরপিএফ এবং পূর্ব রেলওয়ের সক্রিয় ভূমিকাকে তুলে ধরে বলে জানান মালদহ ডিভিশনের ডিআরএম।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Maldah,West Bengal
First Published :
Jan 13, 2026 9:44 AM IST









