স্থানীয়দের সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় নিয়মিত বসে মদের আসর। অন্যদিনের মতো, এদিন সন্ধ্যাতেও সঞ্জয় তালুকদার মদ্যপানের আসরে যোগ দিয়েছিলেন। কিন্তু তখনই মদ বিক্রেতার সঙ্গে সন্ধ্যা থেকে বচসা শুরু হয় সঞ্জয় তালুকদারের। তারপর বচসা থেকে হাতাহাতি শুরু হয়।
আরও পড়ুন: AIIMS’র রিপোর্টে চক্ষু চড়কগাছ, নিপা ভাইরাসে আক্রান্ত খোদ স্বাস্থ্যকর্মীরা! বারাসতে নতুন আতঙ্ক
advertisement
জানা গিয়েছে, এরপরেই বচসা ভয়ঙ্কর রূপ নেয়। অভিযোগ, হাতাহাতি চলাকালীন দোকান মালিক বিমান বর্মন ধারালো অস্ত্র দিয়ে সঞ্জয়কে জোরালো আাত করে। হাঁসুয়ার কোপ মেরে সঞ্জয় তালুকদার কুপিয়ে খুন করে বিমান। যে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
আরও পড়ুন: বিকট শব্দে কেঁপে উঠল পিংলা, মাঝরাতে আগুনের লেলিহান শিখায় ভস্মীভূত দোকান! পুড়ে ছাই সব
সূত্রের খবর, ঘটনার পর থেকে অভিযুক্ত বিমান ও তার পরিবার পলাতক। যদিও ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি অভিযুক্তের খোঁজ শুরু হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত বিমান ও খুন হওয়া যুবক একই গ্রামের পাশাপাশি বাড়ির বাসিন্দা। এলাকায় এমন ঘটনায় স্তম্ভিত স্থানীয়রা।
