West Medinipur News: বিকট শব্দে কেঁপে উঠল পিংলা, মাঝরাতে আগুনের লেলিহান শিখায় ভস্মীভূত দোকান! পুড়ে ছাই সব
- Published by:Nayan Ghosh
- local18
Last Updated:
West Medinipur News: আগুনে পুড়ে ছাই পুরো একটি দোকান সহ খড়ের গাদা। অগ্নিকাণ্ডের জেরে ব্যাপক চাঞ্চল্য এলাকায়।
পিংলা, পশ্চিম মেদিনীপুর, দিগ্বিজয় মাহালি: আগুনে পুড়ে ছাই পুরো একটি দোকান সহ খড়ের গাদা। অগ্নিকাণ্ডের জেরে ব্যাপক চাঞ্চল্য এলাকায়। পশ্চিম মেদিনীপুরের পিংলা বিধানসভার খড়গপুর ২ নম্বর ব্লকের অন্তর্গত ৭ নম্বর পলশা অঞ্চলের ঝিলিঙ্গা গ্রামে সামনে এসেছে এই অগ্নিকাণ্ড।
জানা গিয়েছে, সোমবার রাত ১০টা নাগাদ বিকট আওয়াজে কেঁপে উঠে গোটা গ্রাম। স্থানীয়রা হঠাৎই দেখতে পান, এলাকায় তীব্র আগুনের লেলিহান শিখা। তখনই ঘটনাস্থলে ছুটে আসে এলাকার মানুষ। খবর দেওয়া হয় দমকল বিভাগে। দমকলের একটি ইঞ্জিন দু’ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।
আরও পড়ুন: AIIMS’র রিপোর্টে চক্ষু চড়কগাছ, নিপা ভাইরাসে আক্রান্ত খোদ স্বাস্থ্যকর্মীরা! বারাসতে নতুন আতঙ্ক
এলাকাবাসীদের সূত্রে জানা গিয়েছে, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে এই আগুন লেগে থাকতে পারে। যদিও কেউ কেউ আবার দাবি করছেন, দোকানের উপর দিয়ে বিদ্যুৎবাহী তার যাওয়ার কারণেও হতে পারে। ঘটনাস্থলে দেখা গিয়েছে, ওই দোকান ঘর থেকে গ্যাস সিলিন্ডার বেশ কিছুটা দূরে পড়ে রয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন: জয়নগরে ‘এই’ জায়গার মোয়া মানেই এখন ল্যাব-টেস্টেড, দোকানেই আস্ত পরীক্ষাগার! বাজারে তোলপাড়
তবে দমকলের পক্ষ থেকে আগুন লাগার স্পষ্ট কারণ কিছু জানানো হয়নি। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে আগুন লাগার আসল কারণ। অগ্নিকাণ্ডের জেরে ক্ষয়ক্ষতির পরিমাণও কিছু জানা যায়নি। তবে রাতের এই আগুনকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে খড়্গপুর লোকাল থানার পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Paschim Medinipur,West Bengal
First Published :
Jan 13, 2026 10:10 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur News: বিকট শব্দে কেঁপে উঠল পিংলা, মাঝরাতে আগুনের লেলিহান শিখায় ভস্মীভূত দোকান! পুড়ে ছাই সব









