দেশে এক যুদ্ধ আবহ চলছে। সংঘর্ষ বিরতির মাঝেও পাকিস্তানের পক্ষ থেকে গোলা বর্ষণ চলছে। ভারতের পক্ষ থেকেও এর জবাব কড়াভাবে দেওয়া হবে বলে জানানো হয়েছে। দেশের সীমান্তে প্রহরীর ন্যায় দাঁড়িয়ে রয়েছেন সেনা জওয়ানরা।
আরও পড়ুন: ভারত-পাক তুমুল সংঘাত আবহেও নিশ্চিন্তে হবে ভ্রমণ! এবার মাঠে নেমে পড়ল রেল
advertisement
তাঁদের সুস্থতা কামনা ও দেশের মঙ্গল কামনা করে শুরু হয়েছে বিশেষ নাম, গান। হাসিমারা বায়ুসেনা ছাউনির সামনে অবস্থিত এই গুরুদুয়ারে বছরের বিভিন্ন সময়ে আসেন সেনাদের পরিবারের সদস্যরা। আলিপুরদুয়ার সফরে এলে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিক থেকে দেখে হাসিমারা গুরুদুয়ার জেলার একটি গুরুত্বপূর্ণ স্থান।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
গুরুদুয়ার কমিটির পক্ষ থেকে এমপি সিং জানান, “আমরা দেশের জওয়ানদের বীরত্ব-র গান গাই। তাঁদের শক্তিবৃদ্ধি ও দেশের মঙ্গল কামনায় পুজো করছি। জওয়ানদের জীবন সামনে থেকে দেখার সুযোগ পেয়েছি হাসিমারা বায়ু সেনা ছাউনির সামনে রয়েছি দেখে। তাঁদের জীবন দেশ মায়ের প্রতি সমর্পিত।” এই গুরুদুয়ারে পুজোপাঠের পাশাপাশি লঙ্গর খাওয়ানোর আয়োজন হয়েছে।
Annanya Dey





