TRENDING:

Nabadwip Tourism: ভাসুন ভক্তিসাগরে, মাতুন হরিনামে, উইকএন্ডে নবদ্বীপ ট্যুরে গেলে মিস করবেন না নিত্যানন্দ প্রভুর মন্দির

Last Updated:

Nabadwip Tourism: Weekend tour in Nadia -মন্দির নগরী নবদ্বীপের অন্যতম দর্শনীয় স্থান নিত্যানন্দ প্রভুর মন্দির, কোথায় রয়েছে জানুন, মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভুর বিগ্রহের মধ্যে বিস্ময়কর সাদৃশ্য রয়েছে। শ্রীমুখ থেকে দেহভাব দু’জনকে আলাদা করে বোঝা কঠিন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নবদ্বীপ: সারা বছর জুড়েই নবদ্বীপে তীর্থদর্শনে ভিড় লেগে থাকে। কলিযুগের অবতার শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্মস্থান নবদ্বীপকে বহুদিন ধরেই বলা হয় ‘মন্দির নগরী’। শহরের অলিগলি জুড়ে ছড়িয়ে রয়েছে নানা আকারের মন্দির ও বিগ্রহ, যার মধ্যে অন্যতম ধামেশ্বর মহাপ্রভু মন্দির ও যোগনাথ তলার নিতাইচাঁদ মন্দির। মহাপ্রভুর মন্দিরের মধ্যে অবস্থিত পুরনো অংশটি, যেখানে মা বিষ্ণুপ্রিয়া দেবী সেবা করতেন, তার আনুমানিক বয়স প্রায় ৫০০ বছর। অপরদিকে নবদ্বীপের যোগনাথ তলায় অবস্থিত নিত্যানন্দ প্রভুর মন্দিরের বয়স ৩০০ থেকে ৩৫০ বছরের মধ্যে বলে জানিয়েছেন মন্দির কর্তৃপক্ষ।
advertisement

জানা যায়, মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভুর বিগ্রহের মধ্যে বিস্ময়কর সাদৃশ্য রয়েছে। শ্রীমুখ থেকে দেহভাব দু’জনকে আলাদা করে বোঝা কঠিন। একমাত্র অবস্থানই তাদের পরিচয় দেয় নিতাইচাঁদকে সর্বদা মহাপ্রভুর ডানদিকে স্থাপন করা হয়। পঞ্চতত্ত্বের মূর্তিতেও একই নিয়ম অনুসৃত হয়।

advertisement

নবদ্বীপে নিত্যানন্দ মহাপ্রভুর মন্দির Photo- Collected

আরও পড়ুন – Baba Vanga’s 2026 Predictions: হাড়হিম হয়ে যাবে ২০২৬ নিয়ে বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী শুনলে, যুদ্ধ-প্রকৃতিতে ঘোর বিপর্যয়, তোলপাড় হবে বিশ্ব

ধামেশ্বর মহাপ্রভু মন্দিরের সভাপতি সুধীন গোস্বামী জানান, “নিত্যানন্দ প্রভু এবং শ্রীচৈতন্য মহাপ্রভু নবদ্বীপের দুই মহান প্রাণপুরুষ। শাস্ত্রমতে যিনি বলদেব, তিনিই কলিযুগে নিত্যানন্দ রূপে অবতীর্ণ হন। আর যিনি শ্রীকৃষ্ণ, তিনিই শ্রীচৈতন্য রূপে আবির্ভূত হন। নিত্যানন্দ প্রভু বলদেবেরই অভিন্ন রূপ।” তিনি আরও বলেন, “কলিযুগে নিতাই ও গৌর দুই দেহ ধারণ করলেও তারা মূলত এক। রাম-লক্ষণ বা কৃষ্ণ-বলরামের মতই নবদ্বীপ লীলায় নিতাই-গৌর অভিন্ন সত্তা হিসেবে লীলা করেছেন।”

advertisement

ইতিহাস অনুসারে নিত্যানন্দ প্রভুর জন্ম বীরভূমের একচক্রপুরে, পিতার নাম হারাই পণ্ডিত। অন্যদিকে মহাপ্রভুর জন্ম এই নবদ্বীপেই। কিন্তু চৈতন্যদেব নিজেই স্বীকার করেছিলেন যে নিতাইচাঁদ তাঁর ‘বড় দাদা’। সুধীনবাবুর কথায়, “মহাপ্রভুর অন্তর্ধান-পরবর্তী সময়ে নবদ্বীপসহ সমগ্র বৈষ্ণব সমাজকে দৃঢ়ভাবে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে নিতাইচাঁদের ভূমিকা অপরিসীম। পাশাপাশি তাঁর স্ত্রী মা জাহ্নবাদেবীও সমাজকে পথ দেখিয়েছিলেন।”

advertisement

মন্দির কর্তৃপক্ষের মতে, ইতিহাস, আধ্যাত্মিকতা ও ভক্তির সমন্বয়ে নবদ্বীপ আজও এক অনন্য তীর্থক্ষেত্র। নিতাই গৌর লীলাস্থান হিসেবে এই অঞ্চল শুধু ভক্তদেরই নয়, গবেষকদের কাছেও সমান গুরুত্বপূর্ণ।

সেরা ভিডিও

আরও দেখুন
ভাসুন ভক্তিসাগরে, উইকএন্ডে নবদ্বীপ ট্যুরে গেলে মিস করবেন না নিত্যানন্দ প্রভুর ধাম
আরও দেখুন

Mainak Debnath

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nabadwip Tourism: ভাসুন ভক্তিসাগরে, মাতুন হরিনামে, উইকএন্ডে নবদ্বীপ ট্যুরে গেলে মিস করবেন না নিত্যানন্দ প্রভুর মন্দির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল