পরিবার সূত্রে জানা গিয়েছে, গুলিবিদ্ধ ওই টোটো চালকের নাম আমির শেখ বাড়ি কালিয়াচক থানা এলাকার গোলাপগঞ্জ গ্রাম পঞ্চায়েতের পীরপাড়ায়। গতকাল রাতে আমির শেখ আম নিয়ে কালিয়াচকের দিকে যাচ্ছিল। ঠিক সেই সময় মোজমপুর স্ট্যান্ডে রাজ্য সড়কের উপরে দুই গোষ্ঠীর ব্যাপক সংঘর্ষ শুরু হয়। তারই মধ্যে পড়ে যায় আমির। আচমকাই সামনে থেকে ধেয়ে আসে একটি গুলি, সেই গুলি লাগে তার একেবারে বুকে, সেখানেই লুটিয়ে পড়ে সে।
advertisement
ঘটনায় গুলিবিদ্ধ শেখ আমিরের বাবা নজরুল শেখ জানিয়েছেন, “গুলিবিদ্ধ অবস্থাতেই আমির ফোন মারফত ঘটনার সম্পর্কে জানায়। এরপর তড়িঘড়ি বাড়ির লোকেরা সেখানে গিয়ে তাকে উদ্ধার করে প্রথমে সিলামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে রেফার করা হয় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে। তবে পরিবারের লোকজন তাকে উন্নত চিকিৎসার জন্য বর্তমানে একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করেছেন।”
ভাইপো সাহিল শেখ জানান, “কাকার পরিবারে তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে। সেই পরিবারে একমাত্র রোজগারের ভরসা। যে বা যারা তাকে গুলি করেছে, আমরা তাদের শাস্তি দাবি করছি।” তবে এই ঘটনায় গুলিবিদ্ধ ব্যক্তির বাবা কালিয়াচক থানায় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
জিএম মোমিন






