নীল পাহাড়, নদীর কুলকুল...! প্রকৃতির কোলে নতুন আকর্ষণ, পর্যটকদের হাতছানি দিচ্ছে নির্জন, নিরালা 'নুম'
- Reported by:SUROJIT DEY
- hyperlocal
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Kalimpong Tourism: সবুজ পাহাড়, নদীর কলকল শব্দ আর নির্জন পরিবেশ—সব মিলিয়ে প্রকৃতিপ্রেমীদের কাছে এই জায়গাটি দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। পিকনিক দলের সদস্য নির্মলা রাই বলেন, “পাহাড়ের কোলে থাকা নুম বস্তি গ্রামটা সত্যিই খুব সুন্দর। এখানকার ভিউ পয়েন্ট দারুণভাবে সাজানো হয়েছে।
advertisement
তারই মধ্যে নতুন করে নজর কেড়েছে কালিম্পং জেলার সীমান্তবর্তী পোখরি বন সংলগ্ন নুম বস্তি পর্যটন কেন্দ্র। পাহাড়ের কোলে, নদীর ধারে অবস্থিত এই নুম বস্তি জলপাইগুড়ি শহরের খুব কাছেই অবস্থিত হওয়ায় সহজেই পৌঁছানো যায়। পাথরঝোরা সংলগ্ন এই গ্রামটিকে সম্প্রতি নতুন রূপে সাজিয়ে তোলায় এবার শীতের মরশুমে একের পর এক পিকনিক দলের আগমন লক্ষ্য করা যাচ্ছে।
advertisement
advertisement
advertisement







