স্থানীয় সূত্রে খবর, এদিন খুব ভোরে তিনটি হাতির একটি দল করলা ভ্যালি চা বাগানে ঢুকে পড়ে। বাগানের কবর স্থান এলাকার একটি গর্তে ছোট একটি দাঁতাল হাতি পড়ে যায়। উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হয়ে এদিক ওদিক ছোটাছুটি শুরু করে দলের বাকি দুই হাতি। এদিন ভোর রাতে বৈকুন্ঠপুর জঙ্গল থেকে বেরিয়ে তিস্তা নদীর গা ঘেষে বাজিত পাড়া হয়ে হাতি তিনটি করলা ভ্যালি চা বাগানে ঢুকেছে বলে আশপাশের বাসিন্দাদের দাবি। বৈকুন্ঠপুর বন বিভাগের বেলাকোবা রেঞ্জের বন কর্মীরা ঘটনাস্থলে এসে পৌঁছেছেন। গরুমারা ও জলপাইগুড়ি বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।
advertisement
সম্প্রতি হাতির হামলায় মৃত্যু হয়েছে এক বৃদ্ধার। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড় থানার ওকলা গ্রামে। মৃত বৃদ্ধার নাম মালতি মান্ডি (৭৫)। জানা গিয়েছে বুধবার সকালে বাড়ি থেকে বেরোতেই হাতির মুখে পড়ে যায় ওই বৃদ্ধা। ঘন কুয়াশা থাকার কারণে হাতিটিকে দেখতে পাইনি ওই বৃদ্ধা। এরপরেই হাতি ওই বৃদ্ধাকে শুঁড়ে তুলে আছাড় মারে। গুরুতর আহত অবস্থায় ওই বৃদ্ধাকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। এদিনই ভোর হতেই জলপাইগুড়ি শহর থেকে মাত্র তিন কিলোমিটার দূরে অবস্থিত করলা ভ্যালি চা বাগানে হাতির উপস্থিতিতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
