Malda News: ভারত-বাংলাদেশ সীমান্তে নিষিদ্ধ মাদক চক্রের বিরুদ্ধে পুলিশের বড়সড় সাফল্য, বিপুল ব্রাউন সুগার-সহ গ্রেফতার ২ কারবারি
- Published by:Aishwarya Purkait
- local18
Last Updated:
Malda News: গোপন সূত্রে খবর পেয়ে ৪২৫ গ্রাম ব্রাউন সুগার-সহ দুই কারবারিকে গ্রেফতার করল মালদহের ইংরেজবাজার থানার পুলিশ। ধৃতদের হেফাজত থেকে ২ লক্ষ টাকাও উদ্ধার হয়েছে।
সেবক দেবশর্মা, লিপেশ লালা, মালদহ: আবারও ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় সক্রিয় নিষিদ্ধ মাদক পাচারচক্রের বিরুদ্ধে পুলিশের বড়সড় সাফল্য। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের সারপ্রাইজ ভিজিট। রোখা গেল নিষিদ্ধ মাদক পাচার। উদ্ধার হল ব্রাউন সুগার। বিপুল পরিমাণ ব্রাউন সুগার-সহ দুই কারবারিকে গ্রেফতার করেছে মালদহের ইংরেজবাজার থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৪২৫ গ্রাম ব্রাউন সুগার।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় মহদিপুর এলাকায় হানা দিয়ে দু’জন নিষিদ্ধ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম হাসানুজ্জামান (৩৫) ও আজিজুর রহমান (২০)। ধৃতরা কালিয়াচক ও চাঁচল থানা এলাকার বাসিন্দা।
আরও পড়ুনঃ পথ দুর্ঘটনায় মৃত্যু! পরিবারকে ক্ষতিপূরণের দাবিতে দেহ রাস্তায় রেখে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, সোনামুখীতে তুমুল উত্তেজনা
ধৃতদের হেফাজত থেকে ৪২৫ গ্রাম ব্রাউন সুগারের পাশাপাশি উদ্ধার হয়েছে ২ লক্ষ টাকা। পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই সীমান্ত এলাকায় মাদক পাচারচক্র সক্রিয় ছিল। সীমান্ত এলাকা দিয়েই রাজ্যের বিভিন্ন প্রান্তে মাদক পাচার হচ্ছিল।
advertisement
advertisement
রবিবার দুই ধৃতকে পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে মালদহ জেলা আদালতে পেশ করা হয়েছে। উদ্ধার হওয়া ব্রাউন সুগার কোথা থেকে আনা হয়েছিল, কোথায় সরবরাহ করা হচ্ছিল, কে কে জড়িত রয়েছে মাদক পাচার চক্রের পিছনে তদন্ত করবে পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Maldah,West Bengal
First Published :
Jan 11, 2026 9:16 PM IST









