Ahmedabad Plane Crash: 'কেউ কফিন খুলবেন না...', আহমেদাবাদে ভেঙে পড়া বিমানের যাত্রীদের দেহাংশ পৌঁছচ্ছে বাড়ি বাড়ি! কিন্তু কেন কফিন না খোলার নির্দেশ?
- Published by:Shubhagata Dey
Last Updated:
Air India Plane Crash: নিহতদের মরদেহ শনাক্ত করতে তিনটি ফরেনসিক সায়েন্স ল্যাব (এফএসএল) দল মোতায়েন করা হয়েছে, যারা নিহতদের হাড় ও দাঁতের নমুনার সঙ্গে স্বজনদের রক্তের নমুনার মিল খুঁজছে, সেই নমুনা মিললে, দেহ বাড়িতে পাঠান হচ্ছে কফিনে করে।
advertisement
advertisement
advertisement
*এখনও পর্যন্ত ৪৭টি মৃতদেহ আহমেদাবাদ, খেড়া, কোটা, মেহসানা, ভারুচ, ভদোদরা, আরাবল্লী, আনন্দ, জুনাগড়, ভাবনগর, আমরেলি এবং মহিসাগর জেলায় পাঠানো হয়েছে। নিহতদের কয়েকজনের শেষকৃত্য সম্পন্ন হয়েছে রবিবার। রাজস্থানের উদয়পুরের বাসিন্দা মোদি পরিবার আহমেদাবাদের থালতেজ শ্মশানে তাঁদের দুই সন্তান শুভ (২৪) ও শাগুনের (২৩) শেষকৃত্য সম্পন্ন করেন। দু'জন লন্ডন বেড়াতে যাচ্ছিলেন।
advertisement
advertisement
advertisement
advertisement
*মৃতদেহ হস্তান্তরের সময় রাজ্য সরকার ডেথ সার্টিফিকেট, পুলিশ ইনভেস্টিগেশন রিপোর্ট, ময়নাতদন্তের রিপোর্ট, এফএসএল রিপোর্ট (ডিএনএ ম্যাচ নিশ্চিত হওয়া সহ) এবং মৃতদেহ থেকে পাওয়া গয়না ও অন্যান্য জিনিস পরিবারের হাতে তুলে দিচ্ছে। এই মুহূর্তে সবার ঠোঁটে একই কথা... "কফিন খুলবেন না...' হয়তো এই কারণে যে, সেই কফিন খুলে কাছের মানুষেরা যা দেখবেন, তাতে তাদের কষ্ট আরও কয়েকগুণ বেড়ে যাবে। সারা জীবন সেই দৃশ্য কেউ কোনওদিন ভুলতে পারবে না।"







