Latest Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক ! দেখে নিন ১ গ্রামের দাম বাড়ল না কমল

Last Updated:
Latest Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে এই বড় চমক স্বাভাবিকভাবেই বাজারে কৌতূহল বাড়িয়েছে। ১ গ্রামের দামে বড়সড় পতন না হলেও হালকা ওঠানামা ভবিষ্যতে আরও পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
1/6
সপ্তাহের শুরুতেই সোনার বাজারে বড় চমক দেখা গেল। গত সপ্তাহের তুলনায় নতুন সপ্তাহের প্রথম দিনেই সোনার দামে উল্লেখযোগ্য ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে। বিনিয়োগকারী থেকে সাধারণ ক্রেতা—সবাই এখন জানতে চাইছেন, ১ গ্রাম সোনার দাম বাড়ল না কমল? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
সপ্তাহের শুরুতেই সোনার বাজারে বড় চমক দেখা গেল। গত সপ্তাহের তুলনায় নতুন সপ্তাহের প্রথম দিনেই সোনার দামে উল্লেখযোগ্য ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে। বিনিয়োগকারী থেকে সাধারণ ক্রেতা—সবাই এখন জানতে চাইছেন, ১ গ্রাম সোনার দাম বাড়ল না কমল? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
advertisement
2/6
আজকের সোনার দাম কত?সোমবার সকালে দেশের বিভিন্ন বড় শহরের বাজারে ২৪ ক্যারাট সোনার দামে সামান্য পরিবর্তন দেখা গিয়েছে। আন্তর্জাতিক বাজারে সোনার দামের ওঠানামা এবং ডলারের বিপরীতে টাকার অবস্থানের প্রভাবেই এই পরিবর্তন এসেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
আজকের সোনার দাম কত?সোমবার সকালে দেশের বিভিন্ন বড় শহরের বাজারে ২৪ ক্যারাট সোনার দামে সামান্য পরিবর্তন দেখা গিয়েছে। আন্তর্জাতিক বাজারে সোনার দামের ওঠানামা এবং ডলারের বিপরীতে টাকার অবস্থানের প্রভাবেই এই পরিবর্তন এসেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
advertisement
3/6
এখন কি সোনা কেনা ঠিক?যাঁরা গয়না কেনার পরিকল্পনা করছেন, তাঁদের জন্য এই সময়টা কিছুটা স্বস্তির হতে পারে। কারণ দাম বড়সড় ভাবে বাড়েনি। তবে বিনিয়োগের দিক থেকে দেখলে, দীর্ঘমেয়াদে সোনা এখনও নিরাপদ বিনিয়োগ হিসেবেই বিবেচিত হচ্ছে।
এখন কি সোনা কেনা ঠিক?যাঁরা গয়না কেনার পরিকল্পনা করছেন, তাঁদের জন্য এই সময়টা কিছুটা স্বস্তির হতে পারে। কারণ দাম বড়সড় ভাবে বাড়েনি। তবে বিনিয়োগের দিক থেকে দেখলে, দীর্ঘমেয়াদে সোনা এখনও নিরাপদ বিনিয়োগ হিসেবেই বিবেচিত হচ্ছে।
advertisement
4/6
রুপোর বাজারেও নজর-
শুধু সোনা নয়, সপ্তাহের শুরুতে রুপোর দামেও সামান্য ওঠানামা হয়েছে। শিল্প চাহিদা ও আন্তর্জাতিক বাজারের প্রভাবেই রুপোর দামে এই পরিবর্তন দেখা যাচ্ছে।
রুপোর বাজারেও নজর-শুধু সোনা নয়, সপ্তাহের শুরুতে রুপোর দামেও সামান্য ওঠানামা হয়েছে। শিল্প চাহিদা ও আন্তর্জাতিক বাজারের প্রভাবেই রুপোর দামে এই পরিবর্তন দেখা যাচ্ছে।
advertisement
5/6
আজ সোনার দাম কত হল ? সোমবার ১২ জানুয়ারি কত হল সোনার দাম ৷ ২২ ক্যারেট সোনার দাম ১৩২৬৫ টাকা হয়েছে ৷ ১৮ ক্যারেটের দাম ১০৮৯০ টাকা হয়েছে ৷ ১ কেজি রুপোর দাম হয়েছে ২৫৭৭৮২ টাকা হয়েছে ৷ সোনা ও রুপো কেনার সময়ে উপরে দেওয়া দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে।
আজ সোনার দাম কত হল ? সোমবার ১২ জানুয়ারি কত হল সোনার দাম ৷ ২২ ক্যারেট সোনার দাম ১৩২৬৫ টাকা হয়েছে ৷ ১৮ ক্যারেটের দাম ১০৮৯০ টাকা হয়েছে ৷ ১ কেজি রুপোর দাম হয়েছে ২৫৭৭৮২ টাকা হয়েছে ৷ সোনা ও রুপো কেনার সময়ে উপরে দেওয়া দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে।
advertisement
6/6
গত কয়েক বছরে যে ভাবে হু হু করে বেড়ে চলেছে সোনালি ধাতুর দাম তার জেরে অনেকেই এখন অন্যান্য বিনিয়োগের মাধ্যমে পাশাপাশি সোনায় বিনিয়োগ করা লাভজনক মনে করেছেন ৷তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC) ৷
গত কয়েক বছরে যে ভাবে হু হু করে বেড়ে চলেছে সোনালি ধাতুর দাম তার জেরে অনেকেই এখন অন্যান্য বিনিয়োগের মাধ্যমে পাশাপাশি সোনায় বিনিয়োগ করা লাভজনক মনে করেছেন ৷তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC) ৷
advertisement
advertisement
advertisement