Leopard Cat: বিড়ালের মতো দেখতে হলেও বিড়াল নয়! বেপরোয়া গাড়ির ধাক্কায় বিরলতম প্রাণীর শাবকের মৃত্যু, কালচিনিতে মর্মান্তিক ঘটনা
- Reported by:Annanya Dey
- hyperlocal
- Published by:Sneha Paul
Last Updated:
Leopard Cat: এই প্রাণী বিড়ালের মতো দেখতে হলেও বিড়াল নয়। ২০০২ সাল থেকে এটিকে আইইউসিএন রেড লিস্ট অর্থাৎ বিরলতম প্রাণী হিসেবে চিহ্নিত করেছে।
কালচিনি, অনন্যা দেঃ গাড়ির বেপরোয়া গতির বলি এক লেপার্ড ক্যাটের শাবক। রবিবার রাতে কালচিনিতে গাড়ির ধাক্কায় ওই লেপার্ড ক্যাটের শাবকের মৃত্যু হয়। কালচিনি বিডিও অফিস সংলগ্ন এলাকায় আলিপুরদুয়ারগামী রাজ্য সড়কে মৃত শাবকটি দেখে এগিয়ে আসেন কালচিনির বিডিও মিঠুন মজুমদার। এরপর বন দফতরে খবর দেন তিনি।
বন দফতরের বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে লেপার্ড ক্যাটের মৃতদেহ উদ্ধার করেন। ২০০২ সাল থেকে এটিকে আইইউসিএন রেড লিস্ট অর্থাৎ বিরলতম প্রাণী হিসেবে চিহ্নিত করেছে। এই প্রাণী বিড়ালের মতো দেখতে হলেও বিড়াল নয়। সরু, লম্বা পা এবং পায়ের আঙুলের মাঝখানে সুনির্দিষ্ট জাল থাকে। এর ছোট মাথা, দু’টি স্পষ্ট কালো ডোরা এবং একটি ছোট এবং সরু সাদা মুখ দিয়ে চিহ্নিত। চোখ থেকে কান পর্যন্ত দু’টি কালো ডোরা এবং চোখ থেকে নাক পর্যন্ত ছোট সাদা ডোরা রয়েছে।
advertisement
আরও পড়ুনঃ পিকনিকে এসে রহস্যজনক মৃত্যু! সোনারপুরের রাস্তায় দেহ ফেলে রেখে পালানোর চেষ্টা, কাঠগড়ায় সঙ্গীরা
লেপার্ড ক্যাটের মাঝারি লম্বা এবং গোলাকার কানের পিছনের অংশ কালো এবং মাঝখানে সাদা দাগ রয়েছে। শরীর এবং অঙ্গপ্রত্যঙ্গ বিভিন্ন আকার এবং রঙের কালো দাগ দ্বারা চিহ্নিত। এর পিছনে দুই থেকে চার সারি লম্বা দাগ রয়েছে। লেজটি তার মাথা-দেহের দৈর্ঘ্যের প্রায় অর্ধেক আকারের এবং কালো ডগার কাছে কয়েকটি অস্পষ্ট বলয় দিয়ে চিহ্নিত।
advertisement
advertisement
প্রজনন ঋতু ছাড়া লেপার্ড ক্যাট মূলত একাকী থাকে। কিছু লেপার্ড ক্যাট দিনের বেলায় সক্রিয় থাকে, তবে বেশিরভাগই রাতে শিকার করে। এরা চটপটে পর্বতারোহী এবং বৃক্ষরোপণকারী। সাধারণত গাছে বিশ্রাম নেয়, তবে মাটিতে ঘন কাঁটাযুক্ত গাছের নীচেও লুকিয়ে থাকে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কালচিনির বিডিও মিঠুন মজুমদার জানান, “গাড়ি চালকদের বলব দ্রুত গাড়ি চালাবেন না। এভাবে বন্যপ্রাণ হারিয়ে যাচ্ছে। জঙ্গল সংলগ্ন বা চা বাগান সংলগ্ন এলাকায় এমনিও ধীর গতিতে গাড়ি চালানো উচিত।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Alipurduar,Jalpaiguri,West Bengal
First Published :
Jan 12, 2026 1:21 PM IST









