TRENDING:

নীল পাহাড়, নদীর কুলকুল...! প্রকৃতির কোলে নতুন আকর্ষণ, পর্যটকদের হাতছানি দিচ্ছে নির্জন, নিরালা 'নুম'

Last Updated:
Kalimpong Tourism: সবুজ পাহাড়, নদীর কলকল শব্দ আর নির্জন পরিবেশ—সব মিলিয়ে প্রকৃতিপ্রেমীদের কাছে এই জায়গাটি দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। পিকনিক দলের সদস্য নির্মলা রাই বলেন, “পাহাড়ের কোলে থাকা নুম বস্তি গ্রামটা সত্যিই খুব সুন্দর। এখানকার ভিউ পয়েন্ট দারুণভাবে সাজানো হয়েছে। 
advertisement
1/5
নীল পাহাড়, নদীর কুলকুল..! প্রকৃতির কোলে নতুন আকর্ষণ, পর্যটকদের হাতছানি দিচ্ছে নিরালা 'নুম'
প্রকৃতির কোলে নতুন আকর্ষণ, পর্যটকদের ভিড়ে জমজমাট নুম বস্তি! ডুয়ার্সের মালবাজার থেকে কিছুটা দূরেই নদীর পাড় ঘেঁষে গড়ে ওঠা একাধিক পর্যটন কেন্দ্র শীতের মরশুমে পর্যটকদের ভিড়ে জমজমাট হয়ে উঠেছে। পাহাড়ি সমতল ও নদী–বনের সংমিশ্রণে থাকা এই এলাকাগুলিই এখন ভ্রমণপিপাসুদের প্রথম পছন্দ।
advertisement
2/5
তারই মধ্যে নতুন করে নজর কেড়েছে কালিম্পং জেলার সীমান্তবর্তী পোখরি বন সংলগ্ন নুম বস্তি পর্যটন কেন্দ্র। পাহাড়ের কোলে, নদীর ধারে অবস্থিত এই নুম বস্তি জলপাইগুড়ি শহরের খুব কাছেই অবস্থিত হওয়ায় সহজেই পৌঁছানো যায়। পাথরঝোরা সংলগ্ন এই গ্রামটিকে সম্প্রতি নতুন রূপে সাজিয়ে তোলায় এবার শীতের মরশুমে একের পর এক পিকনিক দলের আগমন লক্ষ্য করা যাচ্ছে।
advertisement
3/5
সবুজ পাহাড়, নদীর কলকল শব্দ আর নির্জন পরিবেশ—সব মিলিয়ে প্রকৃতিপ্রেমীদের কাছে এই জায়গাটি দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। পিকনিক দলের সদস্য নির্মলা রাই বলেন, “পাহাড়ের কোলে থাকা নুম বস্তি গ্রামটা সত্যিই খুব সুন্দর। এখানকার ভিউ পয়েন্ট দারুণভাবে সাজানো হয়েছে।
advertisement
4/5
পাশেই পোখরি বন থাকায় প্রাকৃতিক সৌন্দর্য আরও বেড়ে গেছে।” তাঁর মতে, উত্তরের অন্যান্য পর্যটন কেন্দ্রের তুলনায় নুম বস্তি এখন আলাদা আকর্ষণ তৈরি করেছে।
advertisement
5/5
পর্যটন সংশ্লিষ্টদের আশা, পর্যাপ্ত প্রচার ও পরিকাঠামোগত উন্নয়ন হলে ভবিষ্যতে নুম বস্তি ডুয়ার্স ও কালিম্পং এলাকার অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য হিসেবে আত্মপ্রকাশ করবে। প্রকৃতির নির্জন সৌন্দর্য উপভোগ করতে চাইলে নুম বস্তি এখন নিঃসন্দেহে এক আদর্শ ঠিকানা।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
নীল পাহাড়, নদীর কুলকুল...! প্রকৃতির কোলে নতুন আকর্ষণ, পর্যটকদের হাতছানি দিচ্ছে নির্জন, নিরালা 'নুম'
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল