মাধুরী, হিলারি, ডায়নার মতো কুনকি হাতিদের সঙ্গে দেড় ঘণ্টা কাটানোর সুযোগ পাবেন পর্যটকরা। যদিও তাদের সামনে সরাসরি যাওয়া যাবে না, তবে নিরাপদ দূরত্বে রাখা ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে নেওয়া যাবে দারুণ কিছু ছবি। আগে ধুপঝরা এলিফ্যান্ট ক্যাম্পে কুনকি হাতিদের হাতিদের স্নান করাতে পারতেন পর্যটকেরা। সেটি এখন বন্ধ হয়ে যাওয়ায় পর্যটকদের জন্য নতুন আকর্ষণ হিসেবে এসেছে ‘সেলফি জোন’।
advertisement
ধূপঝোরা এলিফ্যান্ট ক্যাম্পে প্রতিদিন হাতিরা জঙ্গল টহল দিয়ে ফিরে আসে পিলখানায়। তাদের দেখভালের দায়িত্বে থাকেন মাহুত ও পাতাওয়ালারা। হাতিদের সঙ্গে এই মানবিক সম্পর্কের ছোঁয়া পর্যটকদের আরও কাছে নিয়ে আসবে নতুন উদ্যোগটি। চলতি শীতের মরশুমেই আনুষ্ঠানিকভাবে চালু হতে চলেছে ‘এলফি জোন’।
আরও পড়ুন: বরফের মতো গলবে চর্বি! ঝরবে পেটের মেদ…রাতে শুধু খেতে হবে এই একটি জিনিস
কবে থেকে, কোন সময়ে এবং একসঙ্গে কতজন পর্যটক যেতে পারবেন, সে সম্পর্কে বন দফতর শিগগিরই ঘোষণা করবে। তবে ইতিমধ্যেই এই উদ্যোগ ঘিরে উচ্ছ্বসিত পর্যটকরা। ডুয়ার্সের স্বাভাবিক সৌন্দর্যের সঙ্গে হাতিদের মানবিক সান্নিধ্যে ‘এলফি’ হয়ে উঠবে এক অনন্য অভিজ্ঞতা।
সুরজিৎ দে





