এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, জেলাশাসক প্রীতি গোয়েল, ট্রাফিক ডিসিপি বিশ্বচাঁদ ঠাকুর সহ অন্যান্যরা। অনুষ্ঠানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মধ্য দিয়ে স্কুল পড়ুয়াদের পথ নিরাপত্তার বিষয়টি নিয়ে সচেতন করা হয়। এই বিষয়ে মেয়র গৌতম দেব জানান, “বিভিন্ন স্কুলে এই অনুষ্ঠান করা হবে। আগামীতে স্কুলের গণ্ডি পেড়িয়ে পড়ুয়ারা কলেজে যাবে। গাড়ি নিয়ে চলাচল করার সময় তারা যাতে ট্রাফিক নিয়ম মেনে চলে সেকারণেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।”
advertisement
আরও পড়ুন: তুষারপাতের অ্যালার্ট সত্যি করে সাদায় সাদা হয়ে গেল সান্দাকফু, ২০২৫- এ প্রথমবার বরফে ঢাকল, রইল ফটো
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
জেলাশাসক প্রীতি গোয়েল জানান, ১৬-১৮ বছর বয়সী পড়ুয়াদের নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ট্রাফিক নিয়ম নিয়ে পড়ুয়াদের সচেতন করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। স্কুলের বাসগুলি যাতে বেপরোয়াভাবে যাতায়াত না করে তা নিয়েও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। তিনি আরও বলেন, “বাচ্চারা শিখবে যে রাস্তা পার হওয়ার সময় মোবাইল ফোন ব্যবহার করা উচিত নয়। আবার অভিভাবকদের বলা হবে, যাতে তারা জোড়ে বা সিট বেল্ট না পরে গাড়ি না চালায়।” এছাড়াও স্কুল চত্বরের দেওয়ালে ঝোলানো থাকবে ট্রাফিকের নিয়মাবলী এবং স্লোগান।
যেভাবে পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে, তাতে উদ্বেগ প্রকাশ করেছে পরিবহণ দফতর। তাই একেবারে গোড়া থেকেই পথ নিরাপত্তা সচেতনতা গড়ে তুলতে শিক্ষা দফতরের সহযোগে একসঙ্গে এই উদ্যোগ গ্রহণ করা হয়। তাদের কথায়, ছোট থেকেই ঝুঁকিটা বুঝলে, বড় হয়ে এই শিশুরা আরও সচেতন হবে, এবং তাদের অভিভাবক ও প্রতিবেশীদেরও সচেতন করতে পারবে। #NationalHighwaysAuthorityofIndia
#NHAI
#MinistryOfRoadTransportAndHighways
#MORTH
#NitinGadkari
অনির্বাণ রায়





