Snowfall in Sandakphu: তুষারপাতের অ্যালার্ট সত্যি করে সাদায় সাদা হয়ে গেল সান্দাকফু, ২০২৫- এ প্রথমবার বরফে ঢাকল, রইল ফটো

Last Updated:
Snowfall in Sandakphu: বছরের প্রথম তুষারপাত দেখল সান্দাকফু! দেখুন ছবি
1/5
বছরের প্রথম তুষারপাত দেখল সান্দাকফু । মঙ্গলবার রাত থেকেই তাপমাত্রা হিমাঙ্কের নীচে নেমে গিয়েছিল। রাত থেকেই সান্দাকফুর বিস্তীর্ণ এলাকা বরফে ঢাকা পড়ে গিয়েছে। সান্দাকফু থেকে ফালুট যাওয়ার রাস্তায় বরফ জমে রয়েছে।
বছরের প্রথম তুষারপাত দেখল সান্দাকফু । মঙ্গলবার রাত থেকেই তাপমাত্রা হিমাঙ্কের নীচে নেমে গিয়েছিল। রাত থেকে সান্দাকফুর বিস্তীর্ণ এলাকা বরফে ঢাকা পড়ে গিয়েছে। সান্দাকফু থেকে ফালুট যাওয়ার রাস্তায় বরফ জমে রয়েছে।
advertisement
2/5
রাস্তায় পড়ে বরফ, গাছগাছালির ফাঁকে দেখা যাচ্ছে বরফ। ইতিমধ্যেই তুষারপাত শুরু হয়েছে উত্তর ও পূর্ব সিকিমেও। উত্তর সিকিমের লাচেন, পূর্ব সিকিমের ছাঙ্গু লেক বরফে ঢেকে গিয়েছে । ছাঙ্গু লেক পর্যন্ত পর্যটকদের জন্য নির্দেশিকা জারি করা হয়েছে।
রাস্তায় পড়ে বরফ, গাছগাছালির ফাঁকে দেখা যাচ্ছে বরফ। ইতিমধ্যেই তুষারপাত শুরু হয়েছে উত্তর ও পূর্ব সিকিমেও। উত্তর সিকিমের লাচেন, পূর্ব সিকিমের ছাঙ্গু লেক বরফে ঢেকে গিয়েছে । ছাঙ্গু লেক পর্যন্ত পর্যটকদের জন্য নির্দেশিকা জারি করা হয়েছে।
advertisement
3/5
প্রসঙ্গত, সান্দাকফু থেকে অপেক্ষাকৃত নীচের উচ্চতায় টংলু, টুমলিং, ফালুট, কালিপোখরি, মানেভঞ্জন সহ বিভিন্ন এলাকাতে ভোরবেলা হালকা তুষারপাত হয়েছে।
প্রসঙ্গত, সান্দাকফু থেকে অপেক্ষাকৃত নীচের উচ্চতায় টংলু, টুমলিং, ফালুট, কালিপোখরি, মানেভঞ্জন সহ বিভিন্ন এলাকাতে ভোরবেলা হালকা তুষারপাত হয়েছে।
advertisement
4/5
পর্যটকরা ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় বরফা ঢাকা একাধিক এলাকার ছবি শেয়ার করেছেন। গভীর রাতে তুষারপাত শুরু হলেও সকালে সেরকম তুষারপাত হয়নি বলে জানান ব্যবসায়ী সৌরভ পাল।
পর্যটকরা ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় বরফা ঢাকা একাধিক এলাকার ছবি শেয়ার করেছেন। গভীর রাতে তুষারপাত হলেও সকালে সেরকম তুষারপাত হয়নি বলে জানান ব্যবসায়ী সৌরভ পাল।
advertisement
5/5
শেষ পাওয়া খবর অনুযায়ী, সান্দাকফু এলাকার আশপাশ পর্যন্ত তাপমাত্রা নেমে গিয়েছে হিমাঙ্কের নীচে। হোটেল রুম থেকেই নিসর্গ দর্শন করতে পারবেন পর্যটকরা।
শেষ পাওয়া খবর অনুযায়ী, সান্দাকফু এলাকার আশপাশ পর্যন্ত তাপমাত্রা নেমে গিয়েছে হিমাঙ্কের নীচে। হোটেল রুম থেকেই নিসর্গ দর্শন করতে পারবেন পর্যটকরা।
advertisement
advertisement
advertisement