সন্ধ্যা হলেই ঝুপ করে অন্ধকার নেমে আসে এশিয়ান হাইওয়েতে। এর প্রধান কারণ এই আন্তর্জাতিক সড়কে নেই কোনও আলোর ব্যবস্থা। এই সড়কটি ভুটানের সঙ্গে যোগাযোগ স্থাপন করে। এই রাস্তার সব চাইতে বেশি দুর্ঘটনাপ্রবণ এলাকা ১০ নম্বর লাইন এলাকাটি। ২০২৩-২০২৪ সালে এই এলাকায় ঘটেছে সবচাইতে বেশি দুর্ঘটনা।ছোট দুর্ঘটনা বাদ দিয়ে ৫৫ টি বড় দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনার শিকার যারা হয়েছেন তাঁদের মৃত্যু হয়েছে। এই রাস্তার বিশেষ করে এই এলাকাতে এলে মনে এক অজানা ভয় দেখা যায় গাড়ির চালক থেকে শুরু করে বাইক চালকদের।
advertisement
এরপর ২০২৪ সালে অগাস্ট মাসে হাসিমারা পুলিশের উদ্যোগে এশিয়ান হাইওয়ের এই এলাকার রাস্তায় ১২ টি পথবাতি বসানো হয়। এরপর থেকে দুর্ঘটনার সংখ্যা কমেছে বলে জানা যায় পুলিশের পক্ষ থেকে। আরও পথবাতি দেওয়ার পরিকল্পনা রয়েছে পুলিশের। এই বিষয়ে হাসিমারা ফাঁড়ির ওসি বিশ্বজিৎ দে জানান, “এশিয়ান হাইওয়ে যেহেতু হাসিমারা, দলসিংপাড়া, জয়গাঁ এলাকা দিয়ে গিয়েছে তাই ট্রাফিক ব্যবস্থা জোরদার করার একটা প্রচেষ্টা আমরা চালিয়ে যাই। সারাবছর সচেতনতামূলক কর্মসূচি রাখি। চালকদের যাতে কোনও অসুবিধা না হয় তার জন্য পথবাতির ব্যবস্থা করেছি।”
আরও পড়ুন: জিনাত এপিসোড শেষে নতুন আতঙ্ক উত্তরে! চাবাগানে হিমশিম খেতে হচ্ছে বন দফতরকে
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
শীতের কারণে এই রাস্তায় দৃশ্যমানতা কমে আসে রাত বাড়লেই। এশিয়ান হাইওয়ের পাশে ট্রাফিক পুলিশের অস্থায়ী শিবির বসেছে সেখানে সারারাত পাহারা দিতে দেখা যায় পুলিশকে। গাড়ির গতিবেগ এখান থেকেই দেখেন পুলিশকর্মীরা। #NationalHighwaysAuthorityofIndia
#NHAI
#MinistryOfRoadTransportAndHighways
#MORTH
#NitinGadkari
Annanya Dey





