চা বাগানে ওটা কী! দেখেই চমকে উঠলেন শ্রমিকরা! চাঞ্চল্যের পাশাপাশি আতঙ্ক বাড়ছে এলাকায়

Last Updated:

জলপাইগুড়ির গয়েরকাটা চা বাগানে ভয়ঙ্কর কাণ্ড। সকালে শ্রমিকদের চোখে পড়ল ওটা কী! চাঞ্চল্য ছড়ানোর পাশাপাশি আতঙ্ক বাড়ছে এলাকায়

চা বাগান
চা বাগান
জলপাইগুড়ি, সুরজিৎ দে: ভোরবেলা চা বাগানের নালায় অচেতন দেহ দেখে থমকে গেলেন শ্রমিকরা! এ কার দেহ? বুঝতে পেরেই ভয়ে কাঁটা স্থানীয়রা। প্রথমে ভেবেছিলেন হয়ত কোনও কুকুর বা গরু পড়ে গেছে নালায়, কিন্তু কাছে যেতেই দেখা যায় পড়ে আছে এক লেপার্ডের নিথর দেহ। মুহূর্তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা গয়েরকাটা চা বাগানজুড়ে। ঘটনাটি গয়েরকাটা চা বাগানের হিন্দুপাড়া ডিভিশনের ২১ নম্বর সেকশনের।
উদ্ধার লেপার্ডের দেহ
উদ্ধার লেপার্ডের দেহ
advertisement
জানা গিয়েছে, প্রতিদিনের মতোই বৃহস্পতিবার সকালে শ্রমিকরা কাজে বেরিয়ে এসে নালায় লেপার্ডের মৃতদেহ দেখতে পান। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বাগানের সহকারী ম্যানেজারকে। সহকারী ম্যানেজারের বাংলো সংলগ্ন এলাকা থেকেই উদ্ধার হয় দেহটি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিন্নাগুড়ি বন্যপ্রাণ স্কোয়াডের বনকর্মীরা। তারা দেহটি উদ্ধার করে নিয়ে যায়।
advertisement
বন দফতর সূত্রে জানা গেছে, লেপার্ডটি প্রায় মধ্যবয়সী। মৃত্যুর সঠিক কারণ এখনও স্পষ্ট নয়, তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে হয়তো কোথাও সংঘর্ষে জড়িয়ে আহত হয়ে নালায় পড়ে মারা গেছে লেপার্ডটি। রেঞ্জ অফিসার জানান, দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে এলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এদিকে, এলাকাজুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। অনেকেই আশঙ্কা করছেন, আশেপাশে আরও লেপার্ড থাকতে পারে। বনকর্মীরা স্থানীয়দের সতর্ক থাকতে পরামর্শ দিয়েছেন এবং চা বাগান এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। লেপার্ডের এই মৃত্যুতে একদিকে যেমন রহস্য তৈরি হয়েছে, অন্যদিকে আবার মানুষের সহাবস্থানের প্রশ্নও নতুন করে উঠে এসেছে গয়েরকাটায়!
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
চা বাগানে ওটা কী! দেখেই চমকে উঠলেন শ্রমিকরা! চাঞ্চল্যের পাশাপাশি আতঙ্ক বাড়ছে এলাকায়
Next Article
advertisement
West Bengal Weather Update: দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে, আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে?
দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে, আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে?
  • দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে

  • আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে ?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement