Elephant Attack : একসপ্তাহে হাতির হানায় বলি চার! আবার প্রাণ গেল এক মহিলার, মাদারিহাটে যা হচ্ছে জানলে ভয়ে গলা শুকিয়ে যাবে

Last Updated:

Elephant Attack : মৃত্যুপুরীতে পরিণত হয়েছে মাদারিহাট এলাকা। এলাকায় রাস্তাঘাটে সাবধান হওয়ার সতর্কবাণী বন দফতরের। ফের মাদারিহাটে হাতির হানায় মৃত্যু মহিলার।

হাসপাতাল 
হাসপাতাল 
মাদারিহাট, অনন্যা দে: মৃত্যুপুরীতে পরিণত হয়েছে মাদারিহাট এলাকা। কারণ জানলে মনে ভয় ঘিরে ধরবে আপনার। মাদারিহাটের রাস্তায় সাবধান, সতর্কবাণী বন দফতরের। ফের মাদারিহাটে হাতির হানায় মৃত্যু মহিলার। ঘন ঘন হাতির হানায় মৃত্যুর ঘটনা সামনে আসছে মাদারিহাট থেকে। ফের একবার হাতির হানায় মৃত্যু হল মাদারিহাটে এক মহিলার।
এই নিয়ে এক সপ্তাহের মধ্যে হাতির হানায় চারটি মৃত্যু হল মাদারিহাটে। এদিন রাতে সুখীরানী দাস নামের এক মহিলাকে ঘরের সামনে আক্রমণ করে হাতি। ওই মহিলাকে তুলে আছাড় দেয় হাতিটি। সেখানেই মৃত্যু হয় মহিলার। মেঘনাদ সাহা নগর এলাকায় আতঙ্কের পরিবেশ। জানা যায় এদিন হঠাৎ করে এলাকায় লোডশেডিং হয়ে যায়। সুখীরানী দাস মোম আনতে উঠোন পেরিয়ে অন্যঘরে যাচ্ছিলেন।
advertisement
advertisement
সেই সময়েই হাতি শুঁড় দিয়ে তুলে নেয় সুখী দেবীকে। তুলে আছাড় দেয় তাঁকে। এরপর তারস্বরে চিৎকার করলে হাতিটি এলাকার অন্য এক স্থানে চলে যায়। বাড়ির অন্যান্য সদস্য ও পাড়ার বাসিন্দারা এসে দেখেন সুখীরানীর নিথর দেহ পড়ে রয়েছে। কী থেকে কী হয়ে গেল বুঝতে পারছেন না সুখীরানীর পরিবারের কেউ।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সুখীরানীর দেহ নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বনকর্মীরা সেখানে পৌঁছে গিয়েছেন। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বলে খবর। বনকর্মীদের সাফাই, এলাকায় কেউ বা কারা বাজি পুড়িয়েছিল বলে হাতির মাথা খারাপ হয়। তারপরেই এই ঘটনা। যদিও বারবার হাতির আক্রমণে মৃত্যুর ঘটনায় এলাকায় চরম আতঙ্ক।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Elephant Attack : একসপ্তাহে হাতির হানায় বলি চার! আবার প্রাণ গেল এক মহিলার, মাদারিহাটে যা হচ্ছে জানলে ভয়ে গলা শুকিয়ে যাবে
Next Article
advertisement
West Bengal Weather Update: দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে, আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে?
দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে, আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে?
  • দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে

  • আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে ?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement