Alipurduar News: জিনাত এপিসোড শেষে নতুন আতঙ্ক উত্তরে! চাবাগানে হিমশিম খেতে হচ্ছে বন দফতরকে
- Published by:Purnendu Mondal
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
আতঙ্ক কাটছে না লেপার্ডের, ফের মথুরা চা বাগানে বসান হল লেপার্ড ধরতে খাঁচা।
আলিপুরদুয়ার: লেপার্ডের আতঙ্ক কাটছে না। বংশবৃদ্ধি হয়েছে এই চা বাগানে লেপার্ডের। ফের মথুরা চা বাগানে বসানো হল লেপার্ড ধরতে খাঁচা। লেপার্ডের আতঙ্ক কিছুতে কাটছে না মথুরা চাবাগানে। তিনটি লেপার্ড ধরা পড়াতেও আতঙ্ক কাটেনি শ্রমিকদের। এখনও চা বাগানের বিভিন্ন সেকশনে দেখা মিলছে লেপার্ডের। ডুয়ার্সের আলিপুরদুয়ার জেলার মথুরা চাবাগানে গত ১৫ দিন থেকে আতঙ্কে শ্রমিকরা কাজে যেতে চাইছেন না। চা বাগানে একাধিক লেপার্ড আশ্রয় নিয়েছে বলে দাবি স্থানীয়দের।
এইদিকে বন দফতরের চিলাপাতা রেঞ্জের তরফে চা বাগানে লাগাতার খাঁচা পেতে খাঁচাবন্দি করা হচ্ছে লেপার্ড। নতুন করে খাঁচা বসানো হয়েছে একটি সেই খাঁচায় ছাগল দিয়েছেন গ্রামবাসিরা। গতমাসে এই মথুরা চা বাগান থেকে মোট তিনটি লেপার্ড খাঁচাবন্দি হয়েছে। সেগুলোকে উদ্ধার করে প্রাথমিক চিকৎসার পর জলদাপাড়ার জঙ্গলে ছাড়া হয়। ফের এই চাবাগানে লেপার্ডের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে, লেপার্ড ধরতে সাত নম্বর সেকশনে খাঁচা পাতা হয়েছে। লাগানো হয়েছে ট্র্যাপ ক্যামেরা। এখন চা বাগানে সুখা মরশুম চলছে। পাতা তোলার কাজ বন্ধ। ঝোপঝাড় বেড়েছে যার কারণে। যা হয়ে উঠেছে লেপার্ডের আদর্শ বাসস্থান। লেপার্ডের আতঙ্কে পড়ুরাও স্কুলে যেতে ভয় পাচ্ছে। বনকর্মীদের টহল চলছে প্রতিনিয়ত।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
চা শ্রমিকরা জানান, সকালে উঠে বাগানে কাজে যেতে হয় তাঁদের। মাঝে মাঝে লেপার্ড দেখা যায়, ভয়ে বাগান ছাড়েন তারা সেসময়। ছাগল গরু নিয়ে যায় লেপার্ড।
advertisement
মথুরা গ্রামপঞ্চায়েতের উপপ্রধান দেবেন্দ্র রাভা জানান, “আমরা সবসময়ই সাধারণ মানুষকে সতর্ক করছি। বন দফতরে জানানো আছে তাঁরা সবসময়ই টহল দিচ্ছেন। খাঁচা বসিয়ে রাখা হয়েছে।”
Annanya Dey
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
January 15, 2025 4:01 PM IST
