Siliguri Tourism: পর্যটন মরশুমে শিলিগুড়িতে বড় চমক! যাত্রী সাথী অ্যাপে এবার যুক্ত হচ্ছে অটো পরিষেবা!

Last Updated:
Siliguri Tourism: শুরু হয়েছে অটোর রেজিস্ট্রেশন প্রক্রিয়া। গত বছর শিলিগুড়িতে সরকারি উদ্যোগে চালু হয়েছিল ‘যাত্রী সাথী’ অ্যাপ। তবে এখনও পর্যন্ত তেমন সাড়া মেলেনি। যাত্রীরা বাস বা ট্যাক্সির মতো সুবিধা পেতে চাইলেও, অটোকে এতে যুক্ত করার দাবি উঠছিল বহুদিন ধরেই।
1/7
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য : এবার ‘যাত্রী সাথী’ অ্যাপে যুক্ত হচ্ছে অটো পরিষেবা। শুরু হয়েছে অটোর রেজিস্ট্রেশন প্রক্রিয়া। গত বছর শিলিগুড়িতে সরকারি উদ্যোগে চালু হয়েছিল ‘যাত্রী সাথী’ অ্যাপ। তবে এখনও পর্যন্ত তেমন সাড়া মেলেনি। যাত্রীরা বাস বা ট্যাক্সির মতো সুবিধা পেতে চাইলেও, অটোকে এতে যুক্ত করার দাবি উঠছিল বহুদিন ধরেই।
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য : এবার ‘যাত্রী সাথী’ অ্যাপে যুক্ত হচ্ছে অটো পরিষেবা। শুরু হয়েছে অটোর রেজিস্ট্রেশন প্রক্রিয়া। গত বছর শিলিগুড়িতে সরকারি উদ্যোগে চালু হয়েছিল ‘যাত্রী সাথী’ অ্যাপ। তবে এখনও পর্যন্ত তেমন সাড়া মেলেনি। যাত্রীরা বাস বা ট্যাক্সির মতো সুবিধা পেতে চাইলেও, অটোকে এতে যুক্ত করার দাবি উঠছিল বহুদিন ধরেই।
advertisement
2/7
পরিবহণ দপ্তর জানিয়েছে, আগামী নভেম্বর মাস থেকেই শিলিগুড়ি শহরে অ্যাপের মাধ্যমে অটো পরিষেবা পাওয়া যাবে। যাত্রী সাথীকে আরও জনপ্রিয় ও সহজলভ্য করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। শিলিগুড়ি পরিবহণ দপ্তর, অ্যাসোসিয়েশন এবং অটোচালক সংগঠনগুলির সঙ্গে আলোচনার পরেই এই সিদ্ধান্ত। ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
পরিবহণ দপ্তর জানিয়েছে, আগামী নভেম্বর মাস থেকেই শিলিগুড়ি শহরে অ্যাপের মাধ্যমে অটো পরিষেবা পাওয়া যাবে। যাত্রী সাথীকে আরও জনপ্রিয় ও সহজলভ্য করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। শিলিগুড়ি পরিবহণ দপ্তর, অ্যাসোসিয়েশন এবং অটোচালক সংগঠনগুলির সঙ্গে আলোচনার পরেই এই সিদ্ধান্ত।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
3/7
গত বছর নিউ জলপাইগুড়ি স্টেশন, শিলিগুড়ি জংশন, বাগডোগরা বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলি থেকে যাত্রী সাথী অ্যাপ চালু করা হয়েছিল। শহরবাসী ও পর্যটকদের সুবিধার কথা মাথায় রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে অ্যাপের মাধ্যমে সেভাবে জনপ্রিয়তা পায়নি প্রকল্পটি। ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
গত বছর নিউ জলপাইগুড়ি স্টেশন, শিলিগুড়ি জংশন, বাগডোগরা বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলি থেকে যাত্রী সাথী অ্যাপ চালু করা হয়েছিল। শহরবাসী ও পর্যটকদের সুবিধার কথা মাথায় রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে অ্যাপের মাধ্যমে সেভাবে জনপ্রিয়তা পায়নি প্রকল্পটি।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
4/7
এবার অটো যুক্ত হওয়ায় পরিস্থিতি অনেকটাই বদলাবে বলে আশা কর্তৃপক্ষের। অ্যাপের প্রজেক্ট ম্যানেজার রাজদীপ দত্ত জানান, “অ্যাপের মাধ্যমে বুকিং করে যাত্রীরা অটো নিতে পারবেন। চালকদের জন্যও থাকছে বিশেষ প্রশিক্ষণ ও প্রণোদনা।” ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
এবার অটো যুক্ত হওয়ায় পরিস্থিতি অনেকটাই বদলাবে বলে আশা কর্তৃপক্ষের। অ্যাপের প্রজেক্ট ম্যানেজার রাজদীপ দত্ত জানান, “অ্যাপের মাধ্যমে বুকিং করে যাত্রীরা অটো নিতে পারবেন। চালকদের জন্যও থাকছে বিশেষ প্রশিক্ষণ ও প্রণোদনা।”ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
5/7
যাত্রীদের বাড়তি কোনও চার্জ দিতে হবে না বলে জানানো হয়েছে। পাশাপাশিই পুরনো ভাড়াতেই যাত্রীরা অটো পরিষেবা পাবেন। এই অ্যাপের মাধ্যমে শহরের একাধিক রুটে সহজে অটো ডাকা যাবে। নিরাপত্তার জন্য পুলিশের সঙ্গে যৌথভাবে উদ্যোগ নেওয়া হয়েছে। ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
যাত্রীদের বাড়তি কোনও চার্জ দিতে হবে না বলে জানানো হয়েছে। পাশাপাশিই পুরনো ভাড়াতেই যাত্রীরা অটো পরিষেবা পাবেন। এই অ্যাপের মাধ্যমে শহরের একাধিক রুটে সহজে অটো ডাকা যাবে। নিরাপত্তার জন্য পুলিশের সঙ্গে যৌথভাবে উদ্যোগ নেওয়া হয়েছে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
6/7
পরিবহণ দপ্তরের এক আধিকারিক জানান, “অটোর সংযুক্তি হলে ‘যাত্রী সাথী’ অ্যাপ আরও জনপ্রিয় হবে। এতে সাধারণ মানুষ অনেক বেশি উপকৃত হবেন।” ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
পরিবহণ দপ্তরের এক আধিকারিক জানান, “অটোর সংযুক্তি হলে ‘যাত্রী সাথী’ অ্যাপ আরও জনপ্রিয় হবে। এতে সাধারণ মানুষ অনেক বেশি উপকৃত হবেন।”ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
7/7
শহরের বিমানবন্দর এলাকা থেকে শুরু করে প্রধান রোড বাজার এবং বিভিন্ন এলাকায় এই নতুন পরিষেবা চালু করা হবে। পর্যটন মরসুমে এটি বড় ভূমিকা নেবে বলে আশা প্রশাসনের। ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
শহরের বিমানবন্দর এলাকা থেকে শুরু করে প্রধান রোড বাজার এবং বিভিন্ন এলাকায় এই নতুন পরিষেবা চালু করা হবে। পর্যটন মরসুমে এটি বড় ভূমিকা নেবে বলে আশা প্রশাসনের।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
advertisement
advertisement