East Medinipur News: স্বাধীনতা আন্দোলনের স্মৃতি বুকে নিয়ে কাঁথিতে শুরু ঐতিহ্যের মেলা, বছরের শুরুতেই ১২ দিনের উৎসব
- Reported by:Madan Maity
- hyperlocal
- Published by:Nayan Ghosh
Last Updated:
East Medinipur News: স্বাধীনতা সংগ্রামের স্মৃতি নিয়ে কাঁথিতে বসেছে গান্ধি স্মৃতি মেলা। এই মেলা চলবে মোট ১২ দিন ধরে।
শুরু হল জেলার অন্যতম গান্ধী স্মৃতি প্রদর্শনী মেলা। শুক্রবার ৯৭ তম গান্ধী স্মৃতি প্রদর্শনী মেলার শুভারম্ভ হয়। এই মেলা চলবে মোট ১২ দিন ধরে। দারুয়া জনকল্যাণ সংঘের ব্যবস্থাপনায় এই মেলার আয়োজন করা হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহরের দারুয়া ময়দানে বসেছে মেলা। বহু বছর ধরে এই মেলা কাঁথি শহরের ঐতিহ্য বহন করে আসছে। (ছবি ও তথ্য - মদন মাইতি)
advertisement
শুক্রবার আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন হয়। কাঁথির আউটডোর মোড় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি কাঁথি শহর পরিক্রমা করে দারুয়া ময়দানে এসে শেষ হয়। শোভাযাত্রায় অংশ নেন বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা। গান্ধী স্মৃতি প্রদর্শনীর ব্যবস্থা করা হয় এই শোভাযাত্রায়। শোভাযাত্রায় অংশ নয় কাঁথি শহরের স্কুল কলেজের পড়ুয়ারাও।
advertisement
ন' দশকেরও বেশি সময় ধরে চলে আসা এই গান্ধী স্মৃতি প্রদর্শনী মেলা কাঁথি শহরের অন্যতম ঐতিহাসিক মেলা। এই মেলার সঙ্গে জড়িয়ে রয়েছে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস। স্বাধীনতার আগের সময় থেকেই এই মেলার চলে আসছে। সেই কারণেই এই মেলা কাঁথি শহরের মানুষের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। প্রজন্মের পর প্রজন্ম ধরে জেলাবাসী এই মেলার সঙ্গে আবেগে যুক্ত হয়ে রয়েছে।
advertisement
advertisement
প্রথম দিন থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষের ঢল নামতে শুরু করেছে মেলায়। শুধু জেলার মানুষই নন, পার্শ্ববর্তী পশ্চিম মেদিনীপুর জেলা থেকেও ভিড় জমেছে। এই মেলার দিকে তাকিয়ে থাকেন বহু ক্ষুদ্র ব্যবসায়ী। মেলার কয়েকটি দিন তাঁদের ব্যবসার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন স্টল ও দোকানে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে।
advertisement
মেলাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থাও যথেষ্ট আঁটোসাটো রাখা হয়েছে। মেলা প্রাঙ্গনে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। যানজট নিয়ন্ত্রণের জন্য রাখা হয়েছে যথেষ্ট সংখ্যক স্বেচ্ছাসেবক। সব মিলিয়ে ঐতিহ্য, ইতিহাস ও উৎসবের মেলবন্ধনে ৯৭ তম গান্ধী স্মৃতি প্রদর্শনী মেলা কাঁথি শহরের সাংস্কৃতিক জীবনে নতুন করে প্রাণ ফিরিয়ে দিয়েছে। (ছবি ও তথ্য - মদন মাইতি)









