সস্ত্রীক ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে হেফাজতে নিল মার্কিন সেনা, নিয়ে যাওয়া হল দেশের বাইরে! জানালেন ট্রাম্প

Last Updated:

এই ঘটনার মাঝেই নিজের এক্স হ্যান্ডলে বিস্ফোরক একটি পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি নিজের এক্স হ্যান্ডল ট্রুথ সোশ্যালে লিখেছেন, "মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বড় হামলা চালানো হয়েছে। এর ফলে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তাঁর স্ত্রী দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন।"

সস্ত্রীক হেফাজতে নেওয়া হয়েছে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে জানালেন ট্রাম্প
সস্ত্রীক হেফাজতে নেওয়া হয়েছে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে জানালেন ট্রাম্প
কারাকাস: শনিবারে মাঝরাতে কারাকাসের বিভিন্ন এলাকায় একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে। একইসঙ্গে ওই অঞ্চলে অত্যন্ত নিচু দিয়ে যুদ্ধবিমান উড়ে যাওয়ারও খবর পাওয়া গিয়েছে। মূলত এএফপি এবং এপি সংবাদসংস্থার থেকে এই খবর পাওয়া গিয়েছে। এরপরেই গোটা দেশে জরুরি অবস্থা জারি করেছে নিকোলাস মাদুরোর সরকার।
এই ঘটনার মাঝেই নিজের এক্স হ্যান্ডলে বিস্ফোরক একটি পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি নিজের এক্স হ্যান্ডল ট্রুথ সোশ্যালে লিখেছেন, “মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বড় হামলা চালানো হয়েছে। এর ফলে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তাঁর স্ত্রীকে হেফাজতে নিয়েছে মার্কিন সেনাবাহিনী। এরপরেই তাঁদের হেফাজতে নেওয়ার পর দেশ থেকে বের করে আনা হয়েছে।”
advertisement
advertisement
এক্স হ্যান্ডলে পোস্ট ট্রাম্পের
আমেরিকার এই হামলার নিন্দা করেছে ইরান। ভেনেজুয়েলার রাজধানীতে এই বিস্ফোরণ এবং হামলা অত্যন্ত নিন্দনীয় বলে বর্ণনা করেছেন মধ্যপ্রাচ্যের এই দেশ।
প্রসঙ্গত, শনিবার, স্থানীয় সময় রাত দু’টো নাগাদ পর পর মোট সাতবার বিস্ফোরণের শব্দ পাওয়া যায় ভেনেজুয়েলার রাজধানী শহর কারাকাসে। একইসঙ্গে ভেনেজুয়েলার রাজধানীর উপরে খুব নিচু দিয়ে যুদ্ধবিমান উড়ে যায় বলে জানা গিয়েছে।
advertisement
ইরানের সংবাদ সংস্থা তেহরান টাইমস এয়ারস্ট্রাইকের বেশ কিছু ভিডিও এক্স হ্যান্ডলে শেয়ার করেছে। (তবে নিউজ১৮ বাংলা কোনওভাবেই এই ভিডিওগুলির সত্যতা যাচাই করেনি)।
জানা গিয়েছে, এই বিস্ফোরণের পরেই শহরের বিভিন্ন প্রান্তে থাকা মানুষেরা ছুটে নিজেদের বাড়ি থেকে বেরিয়ে আসেন। অনেককে দেখা যায় রাস্তার উপরে জটলা করতে। একই সঙ্গে অনেকেই কৌতূহল নিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকতেও দেখা যায়। তবে বিস্ফোরণের কারণ নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে।
advertisement
প্রসঙ্গত, ভেনেজুয়ালা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক স্তরে বেশ তিক্ত সম্পর্ক তৈরি হয়েছে। মার্কিন নৌসেনাকে ক্যারিবিয়ান অঞ্চলে পাঠানোর কথা বলেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। এরফলেই ভেনেজুয়েলায় হামলা হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই হামলার কিছুক্ষণ পরেই আমেরিকার স্থানীয় সময় সকাল ১১টা নাগাদ ফ্লোরিডায় নিজের আবাসনে একটি সাংবাদিক বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
advertisement
মার্কিন দূতাবাসের পক্ষ থেকেই প্রবাসী সমস্ত মার্কিন নাগরিকদের জন্য ইতিমধ্যেই সতর্কবার্তা জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, “এই মুহূর্তে ভেনেজুয়েলা ভ্রমণ করবেন না। আর যদি কেউ সেখানে থেকে থাকেন তাহলে নিরাপদ আশ্রয়ে থাকুন।”
যদিও পেন্টাগন বা হোয়াইট হাউসের পক্ষ থেকে এখনও পর্যন্ত সরকারি ভাবে এই হামলার বিষয়ে কোনও কথা বলা হয়নি। কিন্তু, মার্কিন সংবাদমাধ্যমের মতে এই হামলার পিছনে মার্কিন বাহিনীই রয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
সস্ত্রীক ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে হেফাজতে নিল মার্কিন সেনা, নিয়ে যাওয়া হল দেশের বাইরে! জানালেন ট্রাম্প
Next Article
advertisement
‘২০ হাজার দিলেই বিয়েতে রাজি বিহারের মেয়েরা’! উত্তরাখণ্ডের মন্ত্রীর স্বামীর মন্তব্যে বিতর্ক
‘২০ হাজারেই বিয়েতে রাজি বিহারের মেয়েরা’! উত্তরাখণ্ডের মন্ত্রীর স্বামীর মন্তব্যে বিতর্ক
  • উত্তরাখণ্ড মন্ত্রীর স্বামীর বিহারী নারীদের নিয়ে মন্তব্যে তীব্র বিতর্ক, বিভিন্ন মহলের নিন্দা.

  • BSWC ও মহিলা কংগ্রেস মন্তব্যের নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে.

  • গির্ধারী লাল সাহু দাবি করেন, তাঁর বক্তব্য বিকৃত হয়েছে এবং তিনি মহিলাদের সর্বোচ্চ সম্মান করেন.

VIEW MORE
advertisement
advertisement