Jagadhatri Puja 2025 : মুর্শিদাবাদের 'এই' ছোট্ট একটি গ্রামে হয় ২৭ টি জগদ্ধাত্রী পুজো, বেশিরভাগ ২০০ বছরের প্রাচীন! কিন্তু উৎসব মাত্র দু'দিন

Last Updated:

Jagadhatri Puja 2025 : মুর্শিদাবাদের কাগ্রামে একসঙ্গে ২৭টি জগদ্ধাত্রী পুজো হয়। বর্তমানে ১৩টি হয় পারিবারিক পুজো। বাকিগুলি সব বারোয়ারি জগদ্ধাত্রী পুজো।

+
কাগ্রামের

কাগ্রামের জগদ্ধাত্রী পুজো 

সালার, কৌশিক অধিকারী: মুর্শিদাবাদ জেলার প্রত্যন্ত ব্লক সালার। সালার ব্লকের অন্তর্গত কাগ্রামে একসঙ্গে ২৭টি জগদ্ধাত্রী পুজো হয়। জগদ্ধাত্রী পুজো মানে শুধু চন্দননগর বা কৃষ্ণনগর নয়, মুর্শিদাবাদের সালারে কাগ্রামে জগদ্ধাত্রী পুজোয় মেতে ওঠেন গ্রামবাসীরা। তাইতো এই গ্রাম আজও জেলায় সেরা জগদ্ধাত্রী পুজোয় আয়োজনে। মহা ধুমধামের সঙ্গে পুজো শুরু হল বৃহস্পতিবার থেকে। শুক্রবার পর্যন্ত উৎসবে সামিল হবেন গ্রামের বাসিন্দারা।
পুজো উপলক্ষে কাগ্রামের পাশাপাশি আরও আট-দশটি গ্রামের বাসিন্দারা এই পুজো নিয়ে মেতে থাকেন প্রায় দু’দিন ধরে। আজও গোটা গ্রামে বসে মেলা। সারা রাত জুুড়ে হয় নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। কাগ্রাম একটি প্রাচীন গ্রাম। ২৯ পাড়ার এই গ্রামে বর্তমানে মোট ২৭ টি পুজো হয়। যার চল্লিশ শতাংশ সংখ্যালঘু অধ্যুষিত এই গ্রামে। বর্তমানে ১৩টি হয় পারিবারিক পুজো। বাকিগুলি সব বারোয়ারি জগদ্ধাত্রী পুজো। তবে এখানে চারদিন ধরে পুজো হয়না, পুজো চলে মাত্র দু দিন।
advertisement
advertisement
পঞ্জিকা মতে একই দিনে সপ্তমী, অষ্টমী ও নবমী পুজো হয় একদিনে। পরের দিন দশমী। বৃহস্পতিবার তিনটি পুজো ও শুক্রবার হবে দশমী তিথির পুজো। গ্রামে পুজোকে কেন্দ্র করে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী। প্রায় ৫০০ শতাধিক পুলিশ কর্মী মোতায়েন আছেন। ঠিক তেমনই সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে গোটা গ্রাম। স্থানীয় বাসিন্দারা জানান, এই গ্রামে পুরাতন রীতিনীতি মেনে পুজো অনুষ্ঠিত হয়। তেমনই, পাল বাড়ি, মহাশয়বাড়ি সহ দক্ষিণপাড়া সাহাপাড়া মন্ডপ, মধ্যে পশ্চিম পাড়া সার্বজনীন, তাঁতি পাড়া সার্বজনীন, রায়পাড়া সার্বজনীন, উত্তরপাড়া বাজার পাড়া সার্বজনীন পুজোয় বলি বিশেষ বৈশিষ্ট্যের দাবি রাখে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
গ্রামের বেশিরভাগ পুজো দুই শতাধিক বছরের বেশি পুরাতন। সাক্ত এবং বৈষ্ণব দুই মতেই এই গ্রামের পুজো গুলি হয়। আসপাশের গ্রামগুলি থেকে হাজার হাজার মানুষ জমায়েত করেন এই গ্রামে। এখনও পুজোর সময় দু’দিন গ্রামে বসে মেলা। অনুষ্ঠিত হয় নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। যাত্রাপালা, নাটক ইত্যাদি অনুষ্ঠানের আয়োজন করা হয়। গ্রামের বাসিন্দারা থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে আসা দর্শনার্থীরা দুর্গাপুজোর পর জগদ্ধাত্রী পুজোর আনন্দে মেতে ওঠেন।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jagadhatri Puja 2025 : মুর্শিদাবাদের 'এই' ছোট্ট একটি গ্রামে হয় ২৭ টি জগদ্ধাত্রী পুজো, বেশিরভাগ ২০০ বছরের প্রাচীন! কিন্তু উৎসব মাত্র দু'দিন
Next Article
advertisement
সল্টলেকে I-PAC-এর অফিসেও হানা ইডি-র ! আইপ্যাকের দফতর থেকে একাধিক ফাইল নিয়ে এলেন মমতা
সল্টলেকে I-PAC-এর অফিসেও হানা ইডি-র ! আইপ্যাকের দফতর থেকে একাধিক ফাইল নিয়ে এলেন মমতা
  • সল্টলেকে I-PAC-এর অফিসেও হানা ইডি-র !

  • আইপ্যাকের দফতর থেকে একাধিক ফাইল নিয়ে এলেন মমতা

  • তার পরে তা রাখা হয় মুখ্যমন্ত্রীর গাড়ির পিছনের আসনে

VIEW MORE
advertisement
advertisement