Malda News: স্টেশনের চলমান সিঁড়ি ব্যবহার করছেন? তাহলে মেনে চলতে হবে এই নিয়ম! নাহলেই বিপদ
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:Jiam Momin
Last Updated:
শুধুমাত্র প্রকৃত জরুরি পরিস্থিতিতে চলমান সিঁড়ির জরুরি স্টপ বোতাম ব্যবহার করা প্রয়োজন। অপ্রয়োজনে ব্যবহার করলে অনেক সময় চলমান সিঁড়ির গতিবিধি নিয়ন্ত্রণহীন হতে পারে এবং চলমান সিঁড়ির যান্ত্রিক ত্রুটি ঘটতে পারে। তাই এবারে চলমান সিঁড়ি ব্যবহারের ক্ষেত্রে এবারে সতর্ক করল মালদহ ডিভিশন কর্তৃপক্ষ।
advertisement
advertisement
advertisement
advertisement
মালদহ ডিভিশনের ডিআরএম মনিশ কুমার গুপ্তা জানান, "পূর্ব রেলের মালদহ ডিভিশনের রেল যাত্রীদের স্বাচ্ছন্দ এবং আধুনিক ভ্রমণের ক্ষেত্রে মালদা টাউন, গোড্ডা, ভাগলপুর, জামালপুর ইত্যাদি গুরুত্বপূর্ণ স্টেশন গুলোতে মোট ১২ টি চলমান সিঁড়ির ব্যবস্থা করা হয়েছে। সিঁড়ির ব্যবহারের ক্ষেত্রে অনেক সময় দেখা দেয়। কোন যাত্রীরা ইচ্ছাকৃত এবং অনিচ্ছাকৃত ইমারজেন্সি বোতাম ব্যবহার করে চলমান সিঁড়ির পরিষেবা ব্যাহত করেন। তাই তাদের যাত্রীদের বিশেষভাবে সচেতন করা হচ্ছে যেন তাঁরা অপ্রয়োজনে কোনরকম সুইচ বা বোতাম না টিপেন।"(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
তিনি আরও বলেন, "অনেক সময় দেখা দেয় যাত্রী বা যাত্রীদের সঙ্গে থাকা শিশুরা অজান্তে অপ্রয়োজনে চলমান সিঁড়ির এমার্জেন্সি বোতাম ব্যবহার করে ফেলেন। আবার অনেকে ইচ্ছাকৃতভাবেও এই কর্মকাণ্ড করে থাকেন। অপ্রয়োজনে এটি ব্যবহার করলে বিপদজনক হতে পারে। এক্ষেত্রে চলমান সিঁড়ির গতিবিধি নিয়ন্ত্রণহীন হতে পারে এবং যান্ত্রিক ত্রুটি ঘটতে পারে। যার ফলে চলমান সিঁড়ির পরিষেবায় বিঘ্ন ঘটতে পারে। তাই এক্ষেত্রে যাত্রীদের সাবধানতা অবলম্বন করে চলমান সিঁড়ির ব্যবহার করা প্রয়োজন।"(ছবি ও তথ্য: জিএম মোমিন)
