সেন্ট্রাল ডুয়ার্স চা বাগানের কালিঝোরা নদীর উপর পাকা সেতু ছিল না এতদিন ধরে। ভুটান পাহাড় থেকে নেমে আসা খরস্রোতা এই কালিঝোরা নদীতে বর্ষাকালে প্রবল স্রোত দেখা যায়। ভুটান পাহাড় থেকে জল নেমে আসে এই নদীতে তখন সমস্যায় পড়ে নদীর এপারে ডাঙ্গাপাড়া বস্তি ও নদীর ওপারে সেন্ট্রাল ডুয়ার্সের বাসিন্দারা।সেসময় যোগাযোগ একেবারে বন্ধ হয়ে যায়। বিচ্ছিন্ন এক দ্বীপে পরিণত হয় এলাকাটি।
advertisement
আরও পড়ুন: আলিপুরদুয়ারে নতুন ট্যুরিস্ট স্পট! বিশেষ আকর্ষণ ডমফু, পর্যটকরা খবর পেলেই ছুটে যাবেন
সব থেকে বেশি সমস্যায় পড়ে ডাঙ্গাপাড়া বস্তি বাসিন্দারা, কেননা তাদেরকে বাজার ঘাট, হাসপাতাল, স্কুল, অফিস কোথাও যেতে হলে এই কালিঝোরা নদী পেরিয়ে যেতে হয়। বছরের অন্য সময় নদীর উপর দিয়ে চলে যাতায়াত কিন্তু বর্ষাকালে খুবই সমস্যা হয়। তখন যোগাযোগ বন্ধ হয়ে যায়, তাই কেউ অসুস্থ হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া দুষ্কর হয়ে পড়ে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এলাকাবাসীদের মধ্যে শ্যাম থাপা জানান, “স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছিল, কিন্তু কোন ব্যবস্থা নেওয়া হয়নি। সমস্যা আমাদের, সমাধানের পথ নিজেরাই খুঁজে নিয়েছি। সাহায্য করেছে চা বাগান। একটি সেতু নির্মাণ করছি। বর্ষাকালে যোগাযোগ ব্যবস্থা বজায় রাখার জন্য।” গ্ৰামবাসীরা নিজেরা অর্থ ও স্বেচ্ছাশ্রম দিয়ে এই সেতু তৈরি করছেন। গ্ৰামবাসীরা জানান, আনুমানিক দুই লক্ষ টাকা ব্যয় হবে। চা বাগান সাহায্য করছে অনেকটাই।
Annanya Dey





