Alipurduar New Tourist Spot: আলিপুরদুয়ারে নতুন ট্যুরিস্ট স্পট! বিশেষ আকর্ষণ ডমফু, পর্যটকরা খবর পেলেই ছুটে যাবেন
- Published by:Purnendu Mondal
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
আলিপুরদুয়ারের নতুন ট্যুরিস্ট স্পটের আকর্ষণ একেবারে আলাদা
আলিপুরদুয়ার: ডাফলির মত দেখতে গোর্খাদের এই বাদ্যযন্ত্র বর্তমানে বিলুপ্তপ্রায়। শুরু হয়েছে এর সংরক্ষণ। গোর্খা তামাং জনজাতির ভাষা এবং বাদ্যযন্ত্র ডমফু নিয়ে কর্মশালার আয়োজন হয়েছে। আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের বনছায়া বস্তি গ্রামে চলছে কর্মশালা।
ডমফু হয় গোলাকার। তবে এটি কাঠ দিয়ে তৈরি হয় না। অনেক সময় ঘরিয়াল, আবার অনেক সময় মাছের চামড়া দিয়ে তৈরি হয়। ডমফু বাদ্যযন্ত্রের কর্মশালায় ডুয়ার্সের বিভিন্ন প্রান্ত থেকে ৩৮ জন শিল্পী অংশগ্রহণ করেছিলেন। কর্মশালায় দুটি নৃত্য এবং তিনটি গান তৈরি করা হয়। জানা যায়, আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের বনছায়া গ্রাম একটি নতুন পর্যটন কেন্দ্র। আলিপুরদুয়ার জেলা প্রশাসন এই গ্রামটিকে একটি নতুন পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিচ্ছে।
advertisement
advertisement
পর্যটকদের জন্য গ্রামের আকর্ষণের একটি প্রধান অংশ হবে সাংস্কৃতিক কর্মকাণ্ড। এই কর্মশালা তাদের ঐতিহ্যবাহী নৃত্য এবং গানের বিকাশের জন্য। এই কর্মশালার আয়োজনে প্রধান ভূমিকা পালন করেছেন রামকুমার লামা। তিনি বলেন, “ডুয়ার্সে বিভিন্ন উপজাতি বাস করে এবং প্রত্যেকের নিজস্ব সংস্কৃতি, নৃত্য এবং সঙ্গীত রয়েছে। ডুয়ার্সের বিভিন্ন বন বস্তিতে ডুয়ার্সের বাসিন্দাদের সাংস্কৃতিক নৃত্য ও সঙ্গীত প্রদর্শন এবং তা বিকাশের জন্য কর্মশালা আয়োজন করা হচ্ছে।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এর আগে, আলিপুরদুয়ার জেলার পোরো, রাভা বস্তিতে রাভা জনজাতির নৃত্যের উপর একটি বিশেষ কর্মশালার আয়োজন করা হয়েছিল। একইভাবে, তামাং উপজাতির ভাষা, নৃত্য এবং বাদ্যযন্ত্র ডমফুর উপর একটি বিশেষ কর্মশালার আয়োজন করা হয়েছে।
Annanya Dey
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
May 06, 2025 3:23 PM IST
