Saraswati Puja 2026: খাগের কলমে লেখা ‘ওম সরস্বতৈঃ নমঃ’! স্মৃতির পাতায় হারিয়ে যাওয়া এক অধ্যায়
- Reported by:SUROJIT DEY
- hyperlocal
- Published by:Pooja Basu
Last Updated:
Jalpaiguri News: সময়ের সঙ্গে সঙ্গে এভাবেই হারিয়ে যাচ্ছে নলখাগড়া ও খাগের কলমের মতো ঐতিহ্যবাহী উপকরণ। বেদ-শ্রুতি থেকে শুরু করে কালি ও কলমের আবিষ্কার—এই দীর্ঘ যাত্রাপথের এক নীরব সাক্ষী ছিল খাগের কলম।
সরস্বতী পুজোর আগেই একসময় ঘরে ঘরে প্রস্তুতি শুরু হয়ে যেত—বই, খাতা, স্লেট-চকের সঙ্গে অবধারিতভাবে থাকত খাগের কলম। বাগদেবীর পায়ের কাছে বসে খাগের কলম কাঁচা দুধে ডুবিয়ে বেলপাতায় ‘ওম সরস্বতৈঃ নমঃ’ লেখার সেই চিরাচরিত রীতি আজ প্রায় বিস্মৃতির পথে। নতুন প্রজন্মের অনেকেই জানে না, এই খাগের কলম কী এবং পুজোয় তার গুরুত্বই বা কী।
advertisement
নদীর পাশের চড়ে একসময় সারি সারি নলখাগড়ার জঙ্গল দেখা যেত। সেই নলখাগড়ার বৃন্ত থেকেই তৈরি হত খাগের কলম—সরস্বতী পুজোর এক গুরুত্বপূর্ণ উপকরণ। অথচ শতাব্দী প্রাচীন এই শহরের বাজারে আজ খাগের কলম কার্যত বিরল। নদীপাড়ের আলু, ধান কিংবা অন্যান্য শস্যক্ষেত থাকলেও নেই আর সেই নলখাগড়ার বনানী।এক দোকানির কথায়, “এবার তো খাগের কলমকে অ্যান্টিক হিসেবে ঘোষণা করার সময় এসেছে।” বর্তমানে প্রতিটি খাগের কলম বিক্রি হচ্ছে মাত্র এক টাকায়, তবুও ক্রেতার সংখ্যা কমছে। খাগের কলমের কথা উঠলেই অনেকের মন ফিরে যায় ছেলেবেলার স্মৃতিতে—নস্টালজিয়ায় ভরে ওঠে মন।
advertisement
শিশুদের কাছে খাগের কলমের কথা জানতে চাইলে তারা প্রায়ই ‘অবাক জলপান’-এর গল্পের শিশুটির মতো তাকিয়ে থাকে অভিভাবকদের দিকে। শুধু ইংরেজি মাধ্যম নয়, বাংলা মাধ্যমের পড়ুয়ারাও আজ ভুলতে বসেছে এই ঐতিহ্য। কলেজ পড়ুয়া অমিত দাস, যিনি এবার পুজোর দায়িত্বে রয়েছেন, তাঁর চেকলিস্টেই নেই খাগের কলম। প্রশ্ন করা হলে তাঁর উত্তর, “ও! এটাও লাগে নাকি!”
advertisement
advertisement
সময়ের সঙ্গে সঙ্গে এভাবেই হারিয়ে যাচ্ছে নলখাগড়া ও খাগের কলমের মতো ঐতিহ্যবাহী উপকরণ। বেদ-শ্রুতি থেকে শুরু করে কালি ও কলমের আবিষ্কার—এই দীর্ঘ যাত্রাপথের এক নীরব সাক্ষী ছিল খাগের কলম। অথচ আধুনিক প্রযুক্তির যুগে, যেখানে কলম ছাড়াই মুহূর্তে বার্তা পৌঁছে যায় প্রিয়জনের কাছে, সেখানে বছরের একটি দিনে ব্যবহৃত এই প্রাকৃতিক কলমের কথা আর কেই বা মনে রাখবে । সরস্বতী পুজোর সঙ্গে জড়িয়ে থাকা এই ঐতিহ্য কি তবে শুধুই স্মৃতির পাতায় বন্দি হয়ে যাবে—এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সচেতন মহলে।








