IND vs NZ 1st T20: ওয়ান ডে হারের বদলা টি-২০ সিরিজে! প্রথম ওডিআইতে ভারতের একাদশে বড় চমক!
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IND vs NZ 1st T20: ওয়ানডে সিরিজে পরাজয়ের পর ভারতীয় ক্রিকেট দল বুধবার থেকে শুরু হতে যাওয়া পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামছে। ওডিআই সিরিজ হারের পর দল কোনোভাবেই এই সিরিজে হালকাভাবে নিতে নারাজ।
ওয়ানডে সিরিজে পরাজয়ের পর ভারতীয় ক্রিকেট দল বুধবার থেকে শুরু হতে যাওয়া পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামছে। ওডিআই সিরিজ হারের পর দল কোনোভাবেই এই সিরিজে হালকাভাবে নিতে নারাজ। তাই ভারত তাদের সেরা প্লেয়িং ইলেভেন নিয়ে মাঠে নামার পরিকল্পনা করেছে। এই সিরিজ টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর প্রস্তুতির দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
advertisement
advertisement
ইশান কিশান দীর্ঘদিন পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন। তিনি প্রধানত ওপেনিং ও উইকেটকিপিংয়ের বিকল্প হিসেবে খেলা শুরু করবেন। তিলক যেখানে তিন নম্বরে ব্যাট করতেন, ইশানও সেই পজিশনে খেলতে পারেন। অন্যদিকে, শ্রেয়স আইয়ারও একটি বিকল্প। তিনি ভারতের ওয়ানডে দলের সহ-অধিনায়ক এবং তিলকের পরিবর্ত হিসেবে দলে আনা হয়েছে।
advertisement
advertisement
নিশ্চিতভাবে খেলবেন অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন ওপেনিংয়ে। সূর্যকুমার যাদব ফর্ম ধরে রাখার চেষ্টা করবেন। হার্দিক পান্ডিয়া ও অক্ষর প্যাটেল যথাক্রমে পাঁচ ও ছয় নম্বরে ব্যাটিং করবেন। শিবম দুবে ফিনিশার হিসেবে দলের কাজে আসবেন। ভারতের বোলিং বিভাগে থাকবেন বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব—দুটি স্পিনার। পেস বোলিংয়ে নজর থাকবে জসপ্রীত বুমরাহ ও আর্শদীপ সিংয়ের দিকে।
advertisement






