Howrah News: ডুমুরজলায় অনুষ্ঠিত হল ৬৯তম স্কুল গেমস জিমন্যাস্টিকস! প্রতিভা চোখে তাক লাগিয়ে দেওয়া
- Reported by:RAKESH MAITY
- hyperlocal
- Published by:Sudip Paul
Last Updated:
Howrah News: হাওড়ায় জাতীয় ক্রীড়ার মহাযজ্ঞ! ডুমুরজলায় অনুষ্ঠিত হল ৬৯তম স্কুল গেমস (জিমন্যাস্টিকস)! প্রতিযোগিতায় অংশ নেয় দিল্লি বাংলা মহারাষ্ট্র গুজরাট সহ বিভিন্ন রাজ্যের ছাত্রী ।
advertisement
advertisement
রিদমিক জিমন্যাস্টিকসের রিবন, বল, হুপ সহ একাধিক ইভেন্টে প্রতিযোগীরা তাদের ছন্দ, ভারসাম্য ও দক্ষতার চমৎকার প্রদর্শন করে দর্শকদের মুগ্ধ করে।আয়োজক সূত্রে জানা গেছে, এবারের জাতীয় স্কুল গেমস মোট তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত হয়, যার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল হাওড়ার ডুমুরজলা ইনডোর স্টেডিয়াম।
advertisement
advertisement
সার্বিক সহযোগিতা ও অনুপ্রেরণায় রাজ্যে স্কুল পর্যায়ে ক্রীড়া পরিকাঠামো আরও সুদৃঢ় হচ্ছে বলেও মত আয়োজকদের। জাতীয় স্কুল গেমস স্কুল পর্যায়ের ক্রীড়াবিদদের প্রতিভা তুলে ধরার এক বড় মঞ্চ হয়ে ওঠে।উপস্থিত ছিলেন, বিজন সরকার (কনভেনরএবং সহ সভাপতি ,রাজ্য বিদ্যালয় ক্রীড়া সংসদ এবং আহ্বায়ক) ও শঙ্কর খাঁড়া (এক্সগিউটিভ ভাইস প্রেসিডেন্ট ডিসিএসজিএস, হাওড়া ভেন্যু ইনচার্জ) সহ অন্যান্যরা। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)








