Alipurduar News: রেশন কার্ডের পিছনে ছুট হাতির! ঘরে ঢুকে কি করল জানেন! কূলকিনারা খুঁজে পাচ্ছেন না উপভোক্তা

Last Updated:

হাতি এবার ছুটল রেশন কার্ডের পিছনে

হাতি 
হাতি 
আলিপুরদুয়ার: খিদের তাড়নায় লোকালয়ে এসেই গৃহস্থের ঘর থেকে ভাত খেল এক বুনো হাতি। পাশাপাশি বিভিন্ন বাড়ির রেশন সামগ্রী নষ্ট করল হাতিটি। গ্রামে হানা দিয়ে শুধু রেশন সামগ্রীর নয়, হাতিটি ছুটে রেশন কার্ডের পিছনেও! সাবার করে দেয় রেশন কার্ডও। আবার কারো ঘরের পাত্রে রাখা ভাতও সাবার করল হাতি। ব্যাপক চাঞ্চল্য এলাকায়। পাহাড় ও জঙ্গল ঘেরা কালচিনি ব্লকের জয়ন্তী গ্রামের ঘটনা।
প্রায় এক সপ্তাহের বেশি সময় ধরে রাত হতেই গ্রামে প্রবেশ করছে হাতি এমনটাই দাবি বাসিন্দাদের। হাতির তান্ডবে ভাঙছে একাধিক বাসিন্দার ঘর, দোকানও। বর্তমানে  হাতির আতঙ্কে ঘুম উড়েছে বাসিন্দাদের। বাসিন্দারা জানান, গতকাল রাতে এলাকার বাসিন্দা রাজু শাহের বাড়িতে হানা দেয় হাতি। ঘরে থাকা রেশন সামগ্রীর পাশাপাশি, সাবার করে নেয় তার রেশন কার্ডটিও। পাশাপাশি, এলাকার আরেক বাসিন্দা মনোজ ঘোষের বাড়িতে হানা দিয়ে তার ঘর ভেঙে রান্না ঘরে থাকা হাঁড়ির ভাতও সাবার করে হাতিটি।
advertisement
advertisement
এই বিষয়ে এলাকার বাসিন্দা রাজু শাহ বলেন, “এই সরকারি রেশনের ওপরই নির্ভর আমার পরিবারের প্রায় পাঁচজন সদস্য। হাতি কার্ডটিও সাবার করায় বর্তমানে কি করব তা নিয়ে দিশেহারা আমরা।” এলাকার আরেক বাসিন্দা মনোজ ঘোষ বলেন, “প্রতিদিন রাত হতেই হাতি আসছে এলাকায় কিছুনা কিছু ক্ষতি করছে। এখনও পর্যন্ত বন দফতরের তরফে কোন ক্ষতিপূরণের  ব্যবস্থা করা হয়নি।” অন্যদিকে, বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল ঘেরা হওয়া সত্ত্বেও পূর্বে এরূপ লাগাতার হাতির হানার ঘটনা এই জয়ন্তী গ্রামে ঘটেনি বলে দাবি বাসিন্দাদের।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই এক সপ্তাহে প্রায় আট থেকে দশটি বাড়ি ও দোকান হাতির হানায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি তাদের। তবুও বন দফতরের তরফে এখনও কোন ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়নি বলে অভিযোগ বাসিন্দারাদের। এ বিষয়ে বন দফতরের আধিকারিকেরা কোন মন্তব্য করতে না চাইলেও, রেশন কার্ডের বিষয়ে কালচিনি ফুড ইন্সপেক্টর বলেন, “ওনার কাছে তার রেশন কার্ডের নম্বর থাকলে বা আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের লিঙ্ক থাকলে আমরা তাকে নতুন কার্ড তৈরি করে দেব।”
advertisement
Annanya Dey
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Alipurduar News: রেশন কার্ডের পিছনে ছুট হাতির! ঘরে ঢুকে কি করল জানেন! কূলকিনারা খুঁজে পাচ্ছেন না উপভোক্তা
Next Article
advertisement
Noida Engineer Death Update: ফুসফুসে ২০০ এমএল জল, নয়ডার ২৭ বছর বয়সি সফটওয়্যার ইঞ্জিনিয়ারের ময়নাতদন্ত রিপোর্টে কী উঠে এল?
ফুসফুসে ২০০ এমএল জল, নয়ডার তরুণ সফটওয়্যার ইঞ্জিনিয়ারের ময়নাতদন্ত রিপোর্টে কী উঠে এল?
  • ফুসফুসে মিলল ২০০ এমএল জল, দাবি ময়নাতদন্ত রিপোর্টে৷

  • নয়ডার সফটওয়্যার ইঞ্জিনিয়ারের মৃত্যুর পর সমালোচনার ঝড়৷

  • শনিবার ৭০ ফুট গভীর নালায় পড়ে যায় যুবরাজ মেহতার গাড়ি৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement