Python In Falakata: ফালাকাটায় ভুট্টা ক্ষেতের জালে জড়িয়ে পড়ল এক পাইথন, বিশাল সাপ দেখে এলাকায় ত্রাহি ত্রাহি

Last Updated:

Python In Falakata: ভুট্টা ক্ষেতে গিয়ে চোখ ছানাবড়া হল কৃষকদের। ভুট্টা ক্ষেতের জালে জড়িয়ে ছিল বিশালাকারের একটি পাইথন। এরপরেই চাঞ্চল্য ছড়ায় ফালাকাটার উমাচরণপুরে।

পাইথন 
পাইথন 
আলিপুরদুয়ার: ভুট্টা ক্ষেতে গিয়ে চোখ ছানাবড়া হল কৃষকদের। ভুট্টা ক্ষেতের জালে জড়িয়ে ছিল বিশালাকারের একটি পাইথন। এরপরেই চাঞ্চল্য ছড়ায় ফালাকাটার উমাচরণপুরে।
এদিন দুপুরে ফালাকাটা ব্লকের জলদাপাড়া অভয়ারণ্য সংলগ্ন উমাচরণপুরে ভুট্টার জমি এবং সুপারি বাগানের মাঝে লাগানো নেটে আটকে যায় বিশালাকার পাইথন। এলাকার বাসিন্দারা পাইথনটিকে নেটের মধ্যে আটকে থেকে দেখতে পেয়ে দ্রুত বনদফতরে খবর দেন। ঘটনাস্থলে আসেন জলদাপাড়া বনবিভাগের কর্মীরা। পাইথনটিকে জাল থেকে মুক্ত করে সুস্থ অবস্থায় উদ্ধার করে নিয়ে হয়। জানা গিয়েছে পাইথনটি এই মুহূর্তে রয়েছে প্রকৃতিবীক্ষণ কেন্দ্রে। হলং বিটের বিট অফিসার আরিফ মন্ডল বলেন, “পাইথনটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। সেটিকে জলদাপাড়ার জঙ্গলে ছেড়ে দেওয়া হবে চিকিৎসার পরে। এখন গরমের সময় পাইথন বেরিয়ে আসবে, সেটাই স্বাভাবিক। সতর্ক থাকতে হবে সকলকে।”
advertisement
advertisement
পাইথনটি ১৫ ফুট লম্বা। বনকর্মীদের পক্ষ থেকে জানা গিয়েছে এটি একটি রক পাইথন। সম্ভবত স্থানীয় কোনও নদী থেকে উঠে এসেছিল। সুপারি বাগান ভুট্টা ক্ষেত পারাপার করতে গিয়েই জড়িয়ে পড়ে পাইথনটি।
advertisement
Annanya Dey
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Python In Falakata: ফালাকাটায় ভুট্টা ক্ষেতের জালে জড়িয়ে পড়ল এক পাইথন, বিশাল সাপ দেখে এলাকায় ত্রাহি ত্রাহি
Next Article
advertisement
Messi GOAT Tour Concert: মেসির সফর ঘিরে সন্দেহের ‘কালো মেঘ’- যত দ্রুত সম্ভব টিকিটের টাকা ফেরত দিতে আয়োজকদের নির্দেশ দিল কলকাতা পুলিশ
টিকিটের টাকা ফেরত দিতে নির্দেশ কলকাতা পুলিশের, মেসির অনুষ্ঠান ঘিরে সন্দেহের কালো মেঘ
  • এদিকে আরও নানা বিষয় নিয়ে উঠেছে প্রশ্ন৷ তারমধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফুটবল মাঠে কখনই জলের বোতল নিয়ে মাঠে প্রবেশের অনুমতি থাকে না। আজকে কি করে মাঠে জলের বোতল নিয়ে ঢুকলেন দর্শকরা। মাঠের ভেতরে ৩০০ টাকা করে জলের বোতল বিক্রি হয়েছে বলে খবর। প্রথমে সেই বোতলই ছোড়া শুরু হয়।

VIEW MORE
advertisement
advertisement