Python In Falakata: ফালাকাটায় ভুট্টা ক্ষেতের জালে জড়িয়ে পড়ল এক পাইথন, বিশাল সাপ দেখে এলাকায় ত্রাহি ত্রাহি
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
Python In Falakata: ভুট্টা ক্ষেতে গিয়ে চোখ ছানাবড়া হল কৃষকদের। ভুট্টা ক্ষেতের জালে জড়িয়ে ছিল বিশালাকারের একটি পাইথন। এরপরেই চাঞ্চল্য ছড়ায় ফালাকাটার উমাচরণপুরে।
আলিপুরদুয়ার: ভুট্টা ক্ষেতে গিয়ে চোখ ছানাবড়া হল কৃষকদের। ভুট্টা ক্ষেতের জালে জড়িয়ে ছিল বিশালাকারের একটি পাইথন। এরপরেই চাঞ্চল্য ছড়ায় ফালাকাটার উমাচরণপুরে।
এদিন দুপুরে ফালাকাটা ব্লকের জলদাপাড়া অভয়ারণ্য সংলগ্ন উমাচরণপুরে ভুট্টার জমি এবং সুপারি বাগানের মাঝে লাগানো নেটে আটকে যায় বিশালাকার পাইথন। এলাকার বাসিন্দারা পাইথনটিকে নেটের মধ্যে আটকে থেকে দেখতে পেয়ে দ্রুত বনদফতরে খবর দেন। ঘটনাস্থলে আসেন জলদাপাড়া বনবিভাগের কর্মীরা। পাইথনটিকে জাল থেকে মুক্ত করে সুস্থ অবস্থায় উদ্ধার করে নিয়ে হয়। জানা গিয়েছে পাইথনটি এই মুহূর্তে রয়েছে প্রকৃতিবীক্ষণ কেন্দ্রে। হলং বিটের বিট অফিসার আরিফ মন্ডল বলেন, “পাইথনটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। সেটিকে জলদাপাড়ার জঙ্গলে ছেড়ে দেওয়া হবে চিকিৎসার পরে। এখন গরমের সময় পাইথন বেরিয়ে আসবে, সেটাই স্বাভাবিক। সতর্ক থাকতে হবে সকলকে।”
advertisement
advertisement
পাইথনটি ১৫ ফুট লম্বা। বনকর্মীদের পক্ষ থেকে জানা গিয়েছে এটি একটি রক পাইথন। সম্ভবত স্থানীয় কোনও নদী থেকে উঠে এসেছিল। সুপারি বাগান ভুট্টা ক্ষেত পারাপার করতে গিয়েই জড়িয়ে পড়ে পাইথনটি।
advertisement
Annanya Dey
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 05, 2025 7:58 PM IST