MB vs Churchill: মাঠে নামছে মোহনবাগান-চার্চিল! বর্ধমানে শুরু ফুটবল যুদ্ধের মহোৎসব
- Reported by:Sayani Sarkar
- hyperlocal
- Published by:Debalina Datta
Last Updated:
MB vs Churchill: ক্রীড়াপ্রেমীদের জন্য সুখবর,বর্ধমানে শুরু হল ভদ্রেশ্বর গোল্ড কাপ। প্রতিদিন দুপুর ২ টো থেকে শুরু হবে খেলা।
ক্রীড়া প্রেমীদের জন্য সুখবর,বর্ধমানে শুরু হল ভদ্রেশ্বর গোল্ড কাপ। রিয়েল বুল কোচিং সেন্টার আয়োজিত দ্বিতীয় বর্ষের এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে মোহনবাগান সুপার জায়েন্ট, গোয়ার চার্চিল ব্রাদার্স এফসি, ফুটবল অ্যাসোসিয়েশন অব ওড়িশা, ক্যাগ, রেলওয়ে এফসি, কালীঘাট মিলন সঙ্ঘ এফসি, মোহমেডান স্পোর্টি ক্লাব ও রাজনন্দিনী স্পোর্টি ক্লাব।(ছবি ও তথ্য: সায়নী সরকার)
advertisement
advertisement
৮ জানুয়ারি চতুর্থ ম্যাচে মুখোমুখি হবে মোহনবাগান ও চার্চিল ব্রাদার্স। ৯ জানুয়ারি প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে মোহমেডান ও রাজনন্দিনী ম্যাচের বিজয়ী দল ও ক্যাগ এবং ফুটবল অ্যাসোসিয়েশন অব ওড়িশার বিজয়ী দল। পরের দিন ১০ জানুয়ারি দ্বিতীয় সেমিফাইনালে খেলবে রেলওয়ে এফসি ও কালীঘাট মিলন সঙ্ঘ ম্যাচের বিজয়ী ও মোহনবাগান ও চার্চিল ব্রাদাের্সর ম্যাচের বিজয়ী দল।
advertisement
advertisement
ম্যাচের নায়ক মহমেডান স্পোর্টিং ক্লাবের বদলি গোলরক্ষক অঙ্কিত ভদ্র। কঠিন পরিস্থিতিতে পিছিয়ে থাকা অবস্থায় মাঠে নেমে পেনাল্টি, শ্যুটআউট ও সাডেন ডেথে দু’টি গোল বাঁচানোর পর ঠাণ্ডা মাথায় স্পট কিক থেকে গোল করে দলকে জয় এনে দেন তিনি। তিনিই ম্যাচের নায়ক। স্বাভাবিকভাবেই ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন তিনি। (ছবি ও তথ্য: সায়নী সরকার)









