Kitchen Gardening :কিচেন গার্ডেন করতে চান? ব্যালকনিতে রোদের ভুল হিসেবেই নষ্ট হচ্ছে গাছ!
- Published by:Soumendu Chakraborty
Last Updated:
Kitchen Gardening Tips : কিচেন গার্ডেনে ভালো ফলন পাওয়ার সবচেয়ে বড় রহস্য হলো সঠিক মাটি। শুধু সাধারণ মাটি ব্যবহার করলে গাছ দুর্বল হয়ে যায়। টবে মাটির সঙ্গে ভার্মি কম্পোস্ট এবং অল্প বালি মিশিয়ে নিন। এতে মাটি হালকা থাকবে, জল জমে থাকবে না এবং গাছের শিকড় ভালোভাবে ছড়াতে পারবে। সঠিক মাটি পেলে গাছ দ্রুত বেড়ে ওঠে এবং ফল ও সবজির উৎপাদন অনেক বেশি হয়।
কিচেন গার্ডেনে ভালো ফলন পাওয়ার সবচেয়ে বড় রহস্য হলো সঠিক মাটি। শুধু সাধারণ মাটি ব্যবহার করলে গাছ দুর্বল হয়ে যায়। টবে মাটির সঙ্গে ভার্মি কম্পোস্ট এবং অল্প বালি মিশিয়ে নিন। এতে মাটি হালকা থাকবে, জল জমে থাকবে না এবং গাছের শিকড় ভালোভাবে ছড়াতে পারবে। সঠিক মাটি পেলে গাছ দ্রুত বেড়ে ওঠে এবং ফল ও সবজির উৎপাদন অনেক বেশি হয়।
advertisement
advertisement
advertisement
গার্ডেনিংয়ের জন্য সঠিক জায়গা নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ। টব এমন স্থানে রাখুন, যেখানে প্রতিদিন অন্তত ৫ থেকে ৬ ঘণ্টা রোদ আসে। পর্যাপ্ত রোদ না পেলে গাছ দুর্বল হয়ে পড়ে এবং ফলন কম হয়। বেশি ছায়ায় পোকামাকড় ও ফাঙ্গাসের আশঙ্কাও বেড়ে যায়। সঠিক পরিমাণ রোদ পেলে গাছ সবুজ, সতেজ ও শক্তিশালী হয়ে ওঠে।
advertisement
গাছপালায় পোকা লাগা খুবই সাধারণ বিষয়, কিন্তু এর জন্য রাসায়নিক ওষুধ ব্যবহার করার দরকার নেই। নিমপাতা সেদ্ধ করে সেই জল স্প্রে করুন বা ছাঁচের (ছানা ওঠানো দইয়ের জল) স্প্রে ব্যবহার করতে পারেন। এই দুটি দেশি উপায় পোকামাকড় দূরে রাখে এবং গাছের কোনো ক্ষতিও করে না। এতে সবজিগুলো পুরোপুরি নিরাপদ ও স্বাস্থ্যকর থাকে।
advertisement
advertisement
advertisement








