TRENDING:

South Dinajpur News: অ্যাম্বুল্যান্সেরই যখন স্বাস্থ্য খারাপ! প্রশ্ন তো উঠবেই, কিন্তু উত্তর নেই কারো কাছে

Last Updated:

এই জেলায় কোনও অ্যাম্বুল্যান্সকেই দেখে সুস্থ মনে হবে না।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ দিনাজপুর: সরকারের ঘোষিত স্বাস্থ্য পরিষেবাগুলির মধ্যে অন্যতম ১০২ অ্যাম্বুল্যান্স পরিষেবা। কিন্তু কোনও অ্যাম্বুল্যান্সকেই দেখে সুস্থ মনে হবে না। যা গর্ভবতী মা সহ এক বছর শিশুদের যাতায়াতের জন্য ব্যবহার করা হয়। তবে এই সমস্ত অ্যাম্বুল্যান্সগুলির কারো চাকা পরিবর্তন করা হয়নি দীর্ঘদিন। ফলে উঠে গেছে বিট। কারো বহিরঙ্গে জমেছে ধুলো ও কাদার আস্তরণ যা অত্যন্ত অস্বাস্থ্যকর। এই অ্যাম্বুল্যান্স সেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি দরিদ্র এবং মধ্যবিত্ত পরিবারগুলির জন্য একমাত্র ভরসা, বিশেষ করে যাদের পক্ষে বেসরকারি গাড়ি ভাড়া করা সম্ভব হয় না। বিশেষত, গর্ভবতী মহিলাদের জন্য এই পরিষেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যারা বিপদে পড়লে দ্রুত হাসপাতালে পৌঁছানোর জন্য সরকারি অ্যাম্বুল্যান্সের ওপর নির্ভরশীল। কিন্তু যখন সেই অ্যাম্বুল্যান্সই ভেঙে পড়ার শঙ্কায় থাকে, তখন এসব মহিলার জীবন সঙ্কটে পড়তে পারে।
advertisement

এবিষয়ে জেলা মুখ্যস্বাস্থ্য আধিকারিক জানান, “এই সমস্ত অ্যাম্বুল্যান্সগুলির ফিটনেস সার্টিফিকেট কি অবস্থায় রয়েছে তা জানা নেই। তা খতিয়ে দেখতে হবে। এমনকি প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হবে পরিবহন দফতরকে।” জেলাশাসক বলছেন, “বিষয়টি খতিয়ে দেখা হবে এবং আরটিওকে নির্দেশ দেওয়া হবে যাতে অ্যাম্বুল্যান্সগুলির সঠিক ফিটনেসের ব্যবস্থা করা হয়।”

আরও পড়ুন: ধলতা দিতে দিতেই শেষ চাষিরা! ধান বিক্রি নিয়ে বিরাট অভি‌যোগ কৃষকদের

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

View More

জানা গেছে, এই অ্যাম্বুল্যান্সেরই স্বাস্থ্য সংক্রান্ত কোন তথ্য জেলা প্রশাসনের কাছে নেই। অবশ্য চালকরা বলছেন, তাদের যে সংস্থা নিয়োগ করেছে সেই সংস্থাই এই সমস্ত কাগজপত্র মেইনটেইন করে। অভিযোগ, অধিকাংশ অ্যাম্বুলেন্স চলছে কোনরকম বৈধ কাগজপত্র ও ফিটনেস সার্টিফিকেট ছাড়াই।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মন্থার প্রভাবে উত্তাল রাতের দিঘা! এত্ত ক্ষতি- মাথায় হাত হোটেল মালিক থেকে দোকানদারদের
আরও দেখুন

সুস্মিতা গোস্বামী

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
South Dinajpur News: অ্যাম্বুল্যান্সেরই যখন স্বাস্থ্য খারাপ! প্রশ্ন তো উঠবেই, কিন্তু উত্তর নেই কারো কাছে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল