South Dinajpur News: ধলতা দিতে দিতেই শেষ চাষিরা! ধান বিক্রি নিয়ে বিরাট অভি‌যোগ কৃষকদের

Last Updated:

ধান বিক্রিতে অনেক বেশি ধলতা নেওয়ার অভিযোগ চাষিদের।

+
ধান

ধান বিক্রি নিয়ে বিস্তর অভিযোগ

দক্ষিণ দিনাজপুর: সরকারি নির্দেশ রয়েছে। রয়েছে সরকারি ব্যবস্থাপনা। তবুও ধান বিক্রি নিয়ে বিস্তর অভিযোগ জেলার ধান চাষিদের। অন্যান্য জেলার পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে সরকারি উদ্যোগে ধান কেনা শুরু হয়েছে। জেলার প্রায় ৩২ টি জায়গায় সরকারি উদ্যোগে ধান কেনা হচ্ছে। তবে, খাতায়-কলমে এক একজন কৃষকের সারা বছরে ৯০ কুইন্টাল পর্যন্ত ধান বিক্রি করার সুযোগ থাকার কথা থাকলেও কৃষকদের অভিযোগ বছরে একবারই ১০ কুইন্টালের বেশি কোন কৃষকই ধান বিক্রি করতে পারছেন না। কৃষকদের আরও অভিযোগ ১০ কুইন্টাল ধানের প্রায় ৬০-৬২ কেজি ধলতা দিতে হচ্ছে। যা সরকারের নির্ধারিত ধলতার থেকে অনেক বেশি। এছাড়াও বস্তার জন্য নেওয়া হচ্ছে ৫০০ গ্রাম ধলতা। সবমিলিয়ে কৃষকদের দাবি সরকার নির্ধারিত যে ধলতা নেওয়ার কথা তার থেকে অনেক বেশি নেওয়া হচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলায়।
ধান কেনার বিষয়ে জেলা শাসক অবশ্য বলছেন, “কৃষকদের যে কোন অভিযোগ খতিয়ে দেখার জন্য প্রতিটি ধান ক্রয় কেন্দ্রে তিনজনের কমিটি তৈরি করে দেওয়া আছে। সমস্যা হলে কৃষকরা সরাসরি সেই কমিটিকে জানাতে পারেন। তারাই স্পট সিদ্ধান্ত নিয়ে সমস্যার সমাধান করবেন। এছাড়াও ময়েশ্চার বা ধানের আদ্রতা সংক্রান্ত কোন সমস্যা যদি তৈরি হয় সেক্ষেত্রেও সিদ্ধান্ত গ্রহণ করবে এই থ্রি ম্যান কমিটি।”
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন সূত্রের খবর, চলতি আর্থিক বছরে প্রায় দেড় লক্ষ টন ধান কেনার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। এর থেকে বেশি যদি সম্ভব হয় তাও কেনা হবে। এখনও পর্যন্ত ২০ শতাংশ ধান কেনা হয়ে গেছে বলে জানিয়েছেন জেলা শাসক। স্থানীয় বিভিন্ন রাইস মিলার তার সঙ্গে বেনফেইড ও অন্যান্য সংস্থাগুলিও ধান কেনার কাজে নিয়োজিত রয়েছে।
advertisement
বিগত প্রায় ১০ দিন ধরে টানা শৈত্যপ্রবাহ এবং ঠান্ডা ওয়েদার থাকার কারণে ধান কেনার গতি একটু কমেছিল। কিন্তু ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারির প্রথম পর্যন্ত আবার নতুন করে ধান কেনার গতি বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেছেন জেলা শাসক।
advertisement
সুস্মিতা গোস্বামী
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
South Dinajpur News: ধলতা দিতে দিতেই শেষ চাষিরা! ধান বিক্রি নিয়ে বিরাট অভি‌যোগ কৃষকদের
Next Article
advertisement
SIR Update: কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি SIR-এ নাম কাটা যাবে? জবাব দিল কমিশ
কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি নাম কাটা যাবে? জেনে নিন
  • এসআইআর নিয়ে আশ্বস্ত করল নির্বাচন কমিশন৷

  • কবে বাড়িতে আসবেন বিএলও?

  • নাম কাটা যাওয়ার ভয় দূর করলেন রাজ্যের সিইও৷

VIEW MORE
advertisement
advertisement