South Dinajpur News: বেঁচে যাবে ৪০০-৫০০ লোক, মিটবে সমস্যা! ১৫ লক্ষ টাকার কাজেই হাসি ফুটবে বালুরঘাটে

Last Updated:

স্থানীয় বাসিন্দাদের কথা মাথায় রেখে বালুরঘাট পুরসভা এমন কাজে হাত দিল।

+
নর্দমার

নর্দমার কাজের শিলান্যাশ

দক্ষিণ দিনাজপুর: দীর্ঘদিনের সমস্যা মিটতে চলেছে। নর্দমা থাকলেও তার সংযোগ বড় নর্দমার সঙ্গে সংযোগ না হওয়ার ফলে নর্দমার জল উপচে রাস্তার উপরে উঠে আসত। ফলে বালুরঘাট শহরের ২৫ নম্বর ওয়ার্ডের নট্টপাড়ার স্থানীয় বাসিন্দাদের ব্যাপক সমস্যায় পড়তে হত। ইতিমধ্যেই স্থানীয় বাসিন্দাদের কথা মাথায় রেখে বালুরঘাট পুরসভার পক্ষ থেকে প্রায় ১৫ লক্ষ টাকায় নর্দমার কাজের শিলান্যাশ করা হল এদিন। এদিনের শিলান্যাশ করেন বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র। পাশাপাশি উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর সহ পুরসভার অন্যান্য আধিকারিকরা।
পুরসভা সূত্রে জানা যায়, বালুরঘাট শহরের ১২ টি ওয়ার্ডের নর্দমার কাজের ওয়ার্ক অর্ডার এসেছে। তাতে ১ কোটি ৭৯ লক্ষ টাকা বরাদ্দ হয়েছিল। তাদের মধ্যে ২৫ নম্বর ওয়ার্ডের বাঘাযোতিন কলোনীর নট্টপাড়া এলাকার নর্দমার কাজের শুভ সূচনা হল। যেখানে প্রায় ১৫ লক্ষ টাকা ধার্য করা হয়েছে। এই এলাকায় প্রায় ৪০০ থেকে ৫০০ মানুষের বসবাস।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বর্ষাকালে বাসিন্দাদের চরম সমস্যার মধ্যে পড়তে হয়। কিছুক্ষণের বৃষ্টিতে এক হাঁটু জল জমে যায়। যার মূল কারণ বড় নর্দমার সঙ্গে সংযোগ না থাকা। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের সমস্যা ছিল নর্দমা থাকলেও তার সংযোগ বড় নর্দমার সঙ্গে সংযোগ না হওয়ার ফলে নর্দমার জল উপচে রাস্তার উপরে উঠে আসত। এতে এলাকার মানুষদের সমস্যা লেগেই থাকত। তবে সুরাহা হয় নি কোনদিনই। তবে এদিন বড় নর্দমার সঙ্গে সংযোগের জন্য প্রায় ১৫ লক্ষ টাকা ধার্য করা হয়েছে। এতে এলাকার বাসিন্দারা অনেকটাই উপকৃত হবেন বলে জানা গিয়েছে।
advertisement
পুরসভার তরফে এজন্য প্রতিটি ওয়ার্ডে নতুন ড্রেন তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। ড্রেনগুলি তৈরি হলে কিছুটা হলেও সমস্যার সমাধান হবে। বেশকিছু এলাকায় ড্রেনের উপর স্ল্যাব নেই, কোথাও আবার জঞ্জাল জমে ড্রেন বন্ধ হয়ে রয়েছে। সেগুলি সংস্কার করা হবে। যাতে শহরের প্রত্যেকটি ওয়ার্ডেই স্থানীয়দের সমস্যা সমাধান হয় সেইদিকে নজর দেওয়া হয়েছে।
advertisement
সুস্মিতা গোস্বামী
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
South Dinajpur News: বেঁচে যাবে ৪০০-৫০০ লোক, মিটবে সমস্যা! ১৫ লক্ষ টাকার কাজেই হাসি ফুটবে বালুরঘাটে
Next Article
advertisement
SSC: পুরনো স্কুলের চাকরি ফিরে পাবেন যোগ্য চাকরিহারা শিক্ষকরা! কীভাবে? বড় সিদ্ধান্ত এসএসসি-র
পুরনো স্কুলের চাকরি ফিরে পাবেন যোগ্য চাকরিহারা শিক্ষকরা! কীভাবে? বড় সিদ্ধান্ত এসএসসি-র
  • পুরনো স্কুল শিক্ষকতায় ফিরতে চলেছেন ‘যোগ্য’ চাকরিহারাদের একাংশ। আগামী ১ নভেম্বর থেকে তাঁদের নবম ও দশম শ্রেণির শিক্ষকতায় ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন।

VIEW MORE
advertisement
advertisement