TRENDING:

Old Traditions Of Bengal: একদিনের জন্যই প্রয়োজন, 'খাগের কলম' ফিরিয়ে আনে শতাব্দী প্রাচীন ঐতিহ্যের ইতিহাস

Last Updated:

সামনেই সরস্বতী পুজো। আর সরস্বতী পুজো মানেই খাগের কলম। এখন থেকেই জলপাইগুড়ির বাজারে পুজোয় প্রয়োজনীয় সরঞ্জামের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি: একদিনের প্রয়োজন হলেও আজও এই কলম ফিরিয়ে আনে শতাব্দী প্রাচীন ঐতিহ্যের ইতিহাস! সামনেই সরস্বতী পুজো। আর সরস্বতী পুজো মানেই খাগের কলম। এখন থেকেই জলপাইগুড়ির বাজারে পুজোয় প্রয়োজনীয় সরঞ্জামের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। এ’বছরও খাগের কলমের চাহিদা বেশ ভালো। হাসি ফুটেছে বিক্রেতাদের।
advertisement

নতুন প্রজন্মের অনেকেই জানেন না কী এই খাগের কলম? তাই বইয়ের পাতা নয়, বাগদেবীর আরাধনার সঙ্গে জড়িয়ে থাকা খাগের কলম এখন বাজারে টিকে থাকার জন্যে অস্তিত্বের লড়াই চালাচ্ছে। সরস্বতী পুজোর আগে একদিনের জন্য আলোচনায় আসে, বিক্রি হয় কিছুটা, তারপর ফের চলে যায় স্মৃতির আড়ালে। কিন্তু, বছরে একদিনের জন্য হলেও পুরনো স্মৃতি তাজা করে যায় খাগের কলম।

advertisement

সাধারণ মানুষদের কথায়, খাগের কলম ছাড়া সরস্বতী পুজো ভাবাই যায় না। কাঁচা দুধে ডুবিয়ে বেলপাতায়  “ওম সরস্বতৈঃ নমঃ” লেখাই তো সরস্বতী পুজোর আসল অনুভূতি। সেই কলমেই খাতার প্রথম পাতায় নাম লেখাও একটা নস্টালজিয়া। আজও বছরের এই দু’দিন কিছু পরিবার খাগের কলমের বিক্রির উপর নির্ভরশীল। বছরের মাত্র এক-দুইদিন ভালো বিক্রি হলেই তাঁদের মুখে হাসি ফোটে। বাজারে এখনও খাগের কলম মিলছে, তবে আগামীতেও কি থাকবে? সে প্রশ্নের উত্তর কারও জানা নেই!

advertisement

প্রযুক্তির আশীর্বাদে এখন চাইলেই মুহূর্তে বার্তা পাঠানো যায়। অথচ, এই ছোট্ট কলম একসময় আমাদের সংস্কৃতির অঙ্গ ছিল। তবু আজও কিছু মানুষ রয়েছেন, যাঁরা ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করছেন। কিন্তু প্রশ্ন থেকে যায়—পরের প্রজন্ম কি জানবে খাগের কলমের গল্প?

সেরা ভিডিও

আরও দেখুন
প্লাস্টিকের টব হাউইয়ের মতো উঠলেও, ফের বাজার ধরছে মাটির টব, হচ্ছে টাকা কামাই
আরও দেখুন

সুরজিৎ দে 

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Old Traditions Of Bengal: একদিনের জন্যই প্রয়োজন, 'খাগের কলম' ফিরিয়ে আনে শতাব্দী প্রাচীন ঐতিহ্যের ইতিহাস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল