পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, অন্যান্য দিনের মতো নিজের চার চাকা গাড়ি করে মালদহের গাজোল থেকে ব্যবসার টাকা কালেকশন করে বাড়ি ফিরছিলেন। ফেরার সময় কর্তি পাড়া এলাকায় মোটরবাইকে চারজন দুষ্কৃতী ওই ব্যবসায়ীকে লক্ষ্য করে পাঁচ রাউন্ড গুলি চালায়। দুষ্কৃতীর ছোড়া গুলি ব্যবসায়ীর গলায় ও পিঠে লাগে। এরপর ব্যবসায়ীর কাছে থাকা তিন লক্ষ টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। আশঙ্কাজনক অবস্থায় ব্যবসায়ী মনোজ মণ্ডলকে তড়িঘড়ি রাতেই মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
advertisement
রাতে একটি গুলি শরীর থেকে বের করলেও একটি গুলি এখনও ওই ব্যবসায়ীর শরীরে রয়েছে বলে জানান পরিবারের সদস্যরা। সেই গুলিটি মঙ্গলবার অপারেশন করে বার করা হবে বলে পরিবার সূত্রে জানা গেছে। রাতে খবর পেয়ে স্থানীয় দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার পুলিশ তদন্তে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে আসে।
এই বিষয়ে মালদা মেডিক্যালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গুলিবিদ্ধ ব্যবসায়ীর দাদা মানিক মণ্ডল জানান, অন্যান্য দিনের মতো গতকাল রাতেও দাদা মনোজিৎ মণ্ডল কাঁচামালের টাকা কালেকশন করে মালদহের গাজোল থেকে চার চাকা গাড়ি করে বাড়ি ফিরছিলেন। সেই সময় দুটি বাইকে করে চারজন দাদার পিছু ধরে। এরপর কর্তি পাড়া এলাকায় দাদাকে লক্ষ্য করে পাঁচ পাঁচটি গুলি ছোড়ে দুষ্কৃতীরা। দুটি গুলি দাদার শরীরে লাগে। সেখানে দাদা আহত হয়। এরপর দুষ্কৃতীরা দাদার কাছে থাকা তিন লক্ষ টাকা সহ মোবাইল নিয়ে পালিয়ে যায়।
গুলির আওয়াজ শুনতে পেয়ে স্থানীয়রা সেখানে ছুটে আসে। এরপর ঘটনা জানতে পেরে পরিবারের সদস্যরা সোমবার রাতে চিকিৎসার জন্য তড়িঘড়ি মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন দাদাকে। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মনোজিৎ মণ্ডল। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ বলে পরিবারের সূত্রে জানা গেছে।