TRENDING:

North Bengal news: সব্জি ব্যবসায়ীকে পর পর গুলি! তিন লক্ষ টাকা নিয়ে চম্পট দিল দুস্কৃতীরা

Last Updated:

Crime news: কাঁচামালের টাকা কালেকশন করে মালদহের গাজোল থেকে চার চাকা গাড়ি করে বাড়ি ফেরার পথে দক্ষিণ দিনাজপুরের বংশিহারী থানার কর্তি পাড়া এলাকায় গুলিবিদ্ধ এক ব্যবসায়ী। দুটি বাইকে করে চারজন দুষ্কৃতী কর্তি পাড়া এলাকায় ওই ব্যবসায়ীকে লক্ষ্য করে পাঁচ পাঁচটি গুলি ছোড়ে। ঘটনায় গুরুতর আহত ওই ব্যবসায়ী চিকিৎসাধীন মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ: ফের শুট আউট। গুলিবিদ্ধ এক ব্যবসায়ী। ব্যবসায়ী কে গুলি করে তিন লক্ষ টাকা নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। গুলিবিদ্ধ ব্যবসায়ী আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে সোমবার রাতে দক্ষিণ দিনাজপুর থানার বংশীহারী থানার কর্তি পাড়া এলাকা। আহত ব্যবসায়ীর নাম মনোজিৎ মণ্ডল (৪৫)। বাড়ি বুনিয়াদপুরের আলি গাড়াহাট পুখুর। ব্যবসায়ীর পরিবারে রয়েছে স্ত্রী লেখা মণ্ডল ও এক মেয়ে। মনোজিৎ মণ্ডল একজন সবজি ব্যবসায়ী।
 গুলিবিদ্ধ  ব্যবসায়ী
 গুলিবিদ্ধ  ব্যবসায়ী
advertisement

আরও পড়ুন: ঘরে ঢুকে জোর করে সঙ্গম, অভিযোগ তরুণীর! তদন্তে চমকে গেল পুলিশ, ফাঁস গোপন কীর্তি, গ্রেফতার তরুণী

পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, অন্যান্য দিনের মতো নিজের চার চাকা গাড়ি করে মালদহের গাজোল থেকে ব্যবসার টাকা কালেকশন করে বাড়ি ফিরছিলেন। ফেরার সময় কর্তি পাড়া এলাকায় মোটরবাইকে চারজন দুষ্কৃতী ওই ব্যবসায়ীকে লক্ষ্য করে পাঁচ রাউন্ড গুলি চালায়। দুষ্কৃতীর ছোড়া গুলি ব্যবসায়ীর গলায় ও পিঠে লাগে। এরপর ব্যবসায়ীর কাছে থাকা তিন লক্ষ টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। আশঙ্কাজনক অবস্থায় ব্যবসায়ী মনোজ মণ্ডলকে তড়িঘড়ি রাতেই মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

advertisement

রাতে একটি গুলি শরীর থেকে বের করলেও একটি গুলি এখনও ওই ব্যবসায়ীর শরীরে রয়েছে বলে জানান পরিবারের সদস্যরা। সেই গুলিটি মঙ্গলবার অপারেশন করে বার করা হবে বলে পরিবার সূত্রে জানা গেছে। রাতে খবর পেয়ে স্থানীয় দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার পুলিশ তদন্তে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে আসে।

View More

আরও পড়ুন: কদিন আগেই বলেন ২০২৭ পর্যন্ত উপরাষ্ট্রপতি থাকবেন, হঠাৎ ইস্তফা! নেপথ্যে কি ধনখড়ের বৈঠকে নাড্ডার না থাকা?

advertisement

এই বিষয়ে মালদা মেডিক্যালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গুলিবিদ্ধ ব্যবসায়ীর দাদা মানিক মণ্ডল জানান, অন্যান্য দিনের মতো গতকাল রাতেও দাদা মনোজিৎ মণ্ডল কাঁচামালের টাকা কালেকশন করে মালদহের গাজোল থেকে চার চাকা গাড়ি করে বাড়ি ফিরছিলেন। সেই সময় দুটি বাইকে করে চারজন দাদার পিছু ধরে। এরপর কর্তি পাড়া এলাকায় দাদাকে লক্ষ্য করে পাঁচ পাঁচটি গুলি ছোড়ে দুষ্কৃতীরা। দুটি গুলি দাদার শরীরে লাগে। সেখানে দাদা আহত হয়। এরপর দুষ্কৃতীরা দাদার কাছে থাকা তিন লক্ষ টাকা সহ মোবাইল নিয়ে পালিয়ে যায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
অরণ্য সুন্দরী ঝাড়গ্রামে প্রায় ৩০০ বছরেরও বেশি প্রাচীন একটি রাজবাড়ি, এক টুকরো ইতিহাস
আরও দেখুন

গুলির আওয়াজ শুনতে পেয়ে স্থানীয়রা সেখানে ছুটে আসে। এরপর ঘটনা জানতে পেরে পরিবারের সদস্যরা সোমবার রাতে চিকিৎসার জন্য তড়িঘড়ি মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন দাদাকে। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মনোজিৎ মণ্ডল। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ বলে পরিবারের সূত্রে জানা গেছে।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
North Bengal news: সব্জি ব্যবসায়ীকে পর পর গুলি! তিন লক্ষ টাকা নিয়ে চম্পট দিল দুস্কৃতীরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল