Relationship arrest: ঘরে ঢুকে জোর করে সঙ্গম, অভিযোগ তরুণীর! তদন্তে চমকে গেল পুলিশ, ফাঁস গোপন কীর্তি, গ্রেফতার তরুণী

Last Updated:

Relationship arrest: বাড়িতে কুরিয়ার ডেলিভারি করতে এসে ধর্ষণ করেছে ডেলিভারি বয়। এমনই অভিযোগ করেছিলেন এক ২২ বছর বয়সি এক তরুণী। তারপরে তদন্তে নেমে যা ঘটল তা স্বপ্নেও ভাবতে পারেননি কেউ। গ্রেফতার হতে হল সেই ধর্ষণের অভিযোগকারিনীকে।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
পুণে: বাড়িতে কুরিয়ার ডেলিভারি করতে এসে ধর্ষণ করেছে ডেলিভারি বয়। এমনই অভিযোগ করেছিলেন এক ২২ বছর বয়সি এক তরুণী। তারপরে তদন্তে নেমে যা ঘটল তা স্বপ্নেও ভাবতে পারেননি কেউ। গ্রেফতার হতে হল সেই ধর্ষণের অভিযোগকারিনীকে।
মহিলা ৩ জুলাই পুলিশে অভিযোগ করেছিলেন এক “ডেলিভারি এজেন্ট” সন্ধ্যায় তাঁর ফ্ল্যাটে প্রবেশ করে কিছু রাসায়নিক স্প্রে করে তাকে অজ্ঞান করে দেয়, তারপর তাকে ধর্ষণ করে। তিনি আরও দাবি করেছিলেন যে লোকটি তার ফোন ব্যবহার করে একটি সেলফি ক্লিক করেছে এবং সেই ছবি ভাইরাল করার হুমকি দিয়েছে।
advertisement
advertisement
তদন্তে নেমে পুলিশ দেখতে পায় যে অভিযুক্ত যুবক, তরুণীর বন্ধু এবং তরুণীর সম্মতিতে ফ্ল্যাটে গিয়েছিলেন। এমনকি তার ফোনে সেলফি তরুণীর সম্মতিতে ক্লিক করা হয়েছিল এবং ছবিটি তরুণী এডিট করে।
পুলিশ জোর করে ঘরে ঢোকা এবং স্প্রে দিয়ে অজ্ঞান করার বিষয়টি উড়িয়ে দিয়ে জানিয়েছে যে, মহিলার অভিযোগগুলি মিথ্যা এবং বিভ্রান্তিকর। পুনে পুলিশ কমিশনার অমিতেশ কুমার বলেছেন যে প্রমাণ, ফোনের চ্যাট, ঘটনার ক্রম, মোবাইলে দুজনের যোগাযোগ এসব দেখে জানা গিয়েছে যে এটি ধর্ষণের ঘটনা নয়।
advertisement
অতিরিক্তভাবে, মহিলা জিজ্ঞাসাবাদের সময় পুলিশকে বলেছিলেন যে তিনি অভিযোগটি ‘রেগে গিয়ে’ দায়ের করেছিলেন কারণ তিনি সেই সন্ধ্যায় তার উপর জোর করেছিলেন যখন তিনি ‘যৌন মিলনের জন্য প্রস্তুত ছিলেন না’। তরুণীর বাবা-মা যখন বাড়ি ছিলেন না তখন তরুণী আগেও ওই যুবককে ঘরে ডেকেছেন। সোমবার মহিলার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ২১২, ২১৭ (জনসেবককে মিথ্যা তথ্য প্রদান) এবং ২২৮ (মিথ্যা প্রমাণ তৈরি) ধারায় মামলা দায়ের করেছে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Relationship arrest: ঘরে ঢুকে জোর করে সঙ্গম, অভিযোগ তরুণীর! তদন্তে চমকে গেল পুলিশ, ফাঁস গোপন কীর্তি, গ্রেফতার তরুণী
Next Article
advertisement
West Medinipur News Untold Story: ইমারতেই বিচার বসাত ব্রিটিশরা, জর্জ কোর্ট-এর পর অন্যতম আদালত, ভাঙ্গা ভবন ইতিহাসের সাক্ষী
ইমারতেই বিচার বসাত ব্রিটিশরা, জর্জ কোর্ট-এর পর অন্যতম আদালত, ভাঙ্গা ভবন ইতিহাসের সাক্ষী
  • স্বাধীনতার পরেও এখানে চলেছে বিচার ব্যবস্থা তবে সেই ভবন আজ ধ্বংসপ্রাপ্ত।

  • এক কথায় প্রশাসনিক ক্ষেত্র গড়ে ওঠে এই প্রত্যন্ত গঞ্জ এলাকায়।

  • এখন কালের নিয়মে ও ব্যবহার্য এই আদালত ধ্বংসের পথে।

VIEW MORE
advertisement
advertisement