TRENDING:

Malda News: মাস কেটে গেলেও নেই কোন ব্যবস্থা! মাথার উপর খোলা আকাশ নিয়েই চরম দুর্দশায় ভাঙন দুর্গতরা

Last Updated:

প্রায় একমাস আগে এলাকায় ভাঙন হয়েছে, খোলা আকাশের নিচে বসবাস করছেন বাসিন্দারা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ: ভাঙনের প্রায় এক মাস কেটে গিয়েছে। অনেকের বাড়ি তলিয়ে গিয়েছে নদীগর্ভে। আবার নদী তীরবর্তী অনেকেই আতঙ্কে বাড়িঘর ভেঙে নিয়েছেন। এখন খোলা আকাশের নীচে রয়েছেন পরিবারগুলি। প্রায় একমাস কেটে গেলেও এখনও প্রশাসনের পক্ষ থেকে কোন রকম সাহায্য না করার অভিযোগ তুলছেন ভাঙন কবলিতরা। বাড়ি ভেঙে এখনও অনেকেই নদীর তীরে ত্রিপলের অস্থায়ী ছাউনি করে রয়েছেন।‌ প্রশাসনের পক্ষ থেকে মাঝে ত্রিপল দেওয়া হলেও এখন স্থায়ী সমস্যার সমাধান করা হয়নি। সমস্যায় রয়েছেন মালদহের মানিকচক ব্লকের গোপালপুর পঞ্চায়েতের নতুন কামালতিপুর এলাকার বাসিন্দারা। স্থানীয় বাসিন্দা আব্দুল হক বলেন, এখনও পর্যন্ত সরকারি সাহায্য মিলছে না। আমরা সমস্যায় রয়েছি। চাইছি সরকারি সাহায্য।
advertisement

এই গ্রামের প্রায় শতাধিক বাড়ি নদীগর্ভে চলে গিয়েছে। নদীর জল কিছুটা কমতেই ভাঙন রোধের জন্য কাজ করা হচ্ছে। বালির বস্তা দিয়ে ভাঙন এলাকা মেরামতির কাজ করা হচ্ছে। তবে ভাঙন কবলিত বাসিন্দাদের জন্য কোন রকম ব্যবস্থা করা হচ্ছে না বলে অভিযোগ। এদিকে জল কমলেও মানিকচ ঘাটে নতুন করে গত কয়েকদিন আগে ভাঙন হয়েছে। যা নিয়ে রীতিমতো আতঙ্কে রয়েছেন নদী তীরের বাসিন্দারা। নদীর জল কমলেও ভাঙন দেখা দেওয়ায় আতঙ্কে রয়েছেন নদী তীরের বাসিন্দারা। এদিকে কামালতিপুর এলাকায় নদীর পাড় কাটতে কাটতে রাস্তার ধারে চলে এসেছে। বাড়িঘর তলিয়ে সর্বহারা হয়েছেন বাসিন্দারা। স্থানীয় বাসিন্দা সাফিকুল মোমিন বলেন, প্রায় শতাধিক পরিবার বাড়িঘর ভেঙে অন্যত্র চলে গিয়েছেন। কেউ বাগানে আবার কেউ বাঁধের উপর আশ্রয় নিয়েছেন। সরকারি সাহায্য মিলছে না। প্রশাসনিক কর্তারা এসেছেন পরিদর্শন করে গিয়েছেন এলাকা।

advertisement

আরও পড়ুন: ছয়টি সোনা সহ ১১ টি পদক, খুদে তাইকন্ডো খেলোয়াড়দের নজরকাড়া সাফল্য মালদার

আরও পড়ুন: কিশোর অবস্থায় নিখোঁজ, কাটা দাগ দেখে যুবককে খুঁজে পেল বাবা-মা

View More

গ্রামের ফাঁকা জমিতে অস্থায়ীভাবে পরিবার নিয়ে দিন কাটাচ্ছেন তারা। বাসিন্দারা আরও জানান, রাজ্য সরকারের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের তরফে ভবানীপুর কালভার্ট থেকে কামালতিপুর মসজিদ পর্যন্ত রাস্তা নির্মাণ হয়েছিল সেখানে। ভাঙ্গনে সেই রাস্তার কিছুটা অংশ ভেঙে পড়েছে নদীতে। প্রশাসনের তরফে এখন কোনো ব্যবস্থা না নেওয়ায় হতাশ বাসিন্দারা। অবিলম্বে সরকারি সহযোগিতার দাবি করছেন তারা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দিল্লিতে বিস্ফোরণের পর নাশকতার ছক এড়াতে প্রস্তুত আলিপুরদুয়ার পুলিশ! অসম সীমানায় কড়া চেকিং
আরও দেখুন

হরষিত সিংহ

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Malda News: মাস কেটে গেলেও নেই কোন ব্যবস্থা! মাথার উপর খোলা আকাশ নিয়েই চরম দুর্দশায় ভাঙন দুর্গতরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল