Malda News: ছয়টি সোনা সহ ১১ টি পদক, খুদে তাইকন্ডো খেলোয়াড়দের নজরকাড়া সাফল্য মালদার

Last Updated:

Malda news: ফের তাইকন্ডো প্রতিযোগিতায় নজরকাড়া সাফল্য মালদহের। রাজ্যস্তরের প্রতিযোগিতায় একগুচ্ছ পদক জয় মালদহের খুদে খেলোয়াড়দের। সঙ্গে একাধিক খেলোয়াড় সুযোগ করে নিয়েছে জাতীয় স্তরের প্রতিযোগিতায়।

+
মালদহের

মালদহের তাইকন্ডো টিম

মালদহ: ফের তাইকন্ডো প্রতিযোগিতায় নজরকাড়া সাফল্য মালদহের। রাজ্যস্তরের প্রতিযোগিতায় একগুচ্ছ পদক জয় মালদহের খুদে খেলোয়াড়দের। সঙ্গে একাধিক খেলোয়াড় সুযোগ করে নিয়েছে জাতীয় স্তরের প্রতিযোগিতায়। তাদের এমন সাফল্যে খুশি জেলার ক্রীড়া প্রেমীরা। সম্প্রতি কলকাতার ইছাপুরে রাজ্য স্তরের সাব জুনিয়র তাইকন্ডো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নভেম্বর মাসেই এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। সোনা জয়ী পল্লবী যাদব বলেন,”আত্মরক্ষার জন্য দুই বছর ধরে তাইকন্ডো প্রশিক্ষণ নিচ্ছে। রাজ্য স্তরের প্রতিযোগিতায় সোনা পেয়েছি সকলে খুব ভাল বলছে। আমার খুব ভাল লাগছে।”
গোটা রাজ্যের সঙ্গে মালদহের তাইকন্ডো খেলোয়াড়েরা অংশগ্রহণ করে এই প্রতিযোগিতায়। পুরাতন মালদহের মোট ১১ জন খেলোয়াড় নিজেদের বিভাগে পদক জয় করেছে। তাদের মধ্যে ছয় জন স্বর্ণপদক, চার জন সিলভার ও একজন ব্রোঞ্জ পেয়েছে। এই প্রতিযোগিতায় মালদহের ৭ থেকে ১২ বছর ক্যাটাগরিতে ১৬ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। সেখানে বিভিন্ন প্রতিযোগীদের হারিয়ে ছয় জন স্বর্ণপদক ও চারজন রুপো এছাড়াও একজন ব্রোঞ্জ জয়ী হয়। এমন সাফল্যে খুশি তাদের কোচ। কোচ কৃষ্ণা বাসফোর বলেন,”আমাদের একাডেমি থেকে ১৬ জন অংশগ্রহণ করেছিল। ১১ জন পদক পেয়েছে। আগামীতে এদের মধ্যে অনেকেই জাতীয় স্তরের প্রতিযোগিতায় সুযোগ পেয়েছে।”
advertisement
advertisement
পুরাতন মালদহের কালাচাঁদ স্কুল মাঠ প্রাঙ্গনে জয়ী প্রতিযোগীদের কে সংবর্ধনা ও শুভেচ্ছা জানানো হয় তাইকন্ডো অ্যাকাডেমির পক্ষ থেকে। জয়ী খেলোয়াড়েরা প্রত্যেকেই স্কুল পড়ুয়া। আত্মরক্ষার জন্য তারা এই তাইকন্ডো প্রশিক্ষণ নিচ্ছে। পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সাফল্য এনে দিচ্ছে। স্বর্ণপদক জয়ী ছয় জন আগামীতে জাতীয় স্তরে খেলার সুযোগ করে নিয়েছে। তাদের এই জয়ে আনন্দিত অভিভাবক থেকে শুরু করে সকলেরই।
advertisement
হরষিত সিংহ
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Malda News: ছয়টি সোনা সহ ১১ টি পদক, খুদে তাইকন্ডো খেলোয়াড়দের নজরকাড়া সাফল্য মালদার
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
  • শীতের আমেজ !

  • কলকাতায় রাতের তাপমাত্রা নামবে

  • দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement