Amit Shah on Delhi Blast Case: 'শীর্ষস্থানীয় সংস্থাগুলি ঘটনার গভীর তদন্ত করছে', দিল্লির বিস্ফোরণস্থল ঘুরে এসে লিখলেন ব্যথিত অমিত শাহ

Last Updated:

Amit Shah on Delhi Blast Case: বিস্ফোরণস্থল ঘুরে এসে অমিত শাহ এক্স হ্যান্ডেলে লেখেন, 'দিল্লিতে বিস্ফোরণে প্রাণহানির ঘটনায় আমি ব্যথিত। যাঁরা তাঁদের প্রিয়জনদের হারিয়েছেন তাঁদের প্রতি আমার গভীর সমবেদনা।'

অমিত শাহ
অমিত শাহ
নয়াদিল্লি: সোমবার সন্ধ্যায় দিল্লির লালকেল্লা মেট্রোর এক নম্বর গেটের সামনে বিস্ফোরণের ঘটনা ঘটে। সূত্রের খবর, একটি গাড়িতে বিস্ফোরণ হয়। তার পরেই তাতে আগুন ধরে যায়। বিস্ফোরণের অভিঘাত এতটাই ছিল যে আশপাশে থাকা অনেকগুলি গাড়িও ক্ষতিগ্রস্থ হয়। পুলিশের এক সূত্রে দাবি, অন্তত ২২টি গাড়ি ধ্বংস হয়েছে। কী ভাবে বিস্ফোরণ ঘটল, তা এখনও স্পষ্ট নয়। নিহতের সংখ্যা অন্তত ৮ জন।
এদিন লালকেল্লার কাছে বিস্ফোরণস্থলে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি জানালেন, তদন্তে যা উঠে আসবে, তা প্রকাশ করা হবে জনসমক্ষে। লালকেল্লার ঘটনাস্থলে যাওয়ার আগে হাসপাতালে যান শাহ। ঘটনায় যাঁরা জখম হয়েছেন, তাঁদের দেখতেই হাসপাতালে গিয়েছেন তিনি।
advertisement
advertisement
আরও পড়ুন: লালকেল্লার সামনে গাড়িতে বিস্ফোরণের তদন্তে স্নিফার ডগ নিয়ে ঘটনাস্থলে NSG-র দল, নাশকতার ধরন খতিয়ে দেখা হচ্ছে
বিস্ফোরণস্থল ঘুরে এসে অমিত শাহ এক্স হ্যান্ডেলে লেখেন, ‘দিল্লিতে বিস্ফোরণে প্রাণহানির ঘটনায় আমি ব্যথিত। যাঁরা তাঁদের প্রিয়জনদের হারিয়েছেন তাঁদের প্রতি আমার গভীর সমবেদনা। বিস্ফোরণস্থল পরিদর্শন করেছি এবং হাসপাতালে আহতদের সঙ্গেও দেখা করেছি। তাঁদের দ্রুত আরোগ্যের জন্য আমার প্রার্থনা। শীর্ষস্থানীয় সংস্থাগুলি গুরুত্ব সহকারে ঘটনাটির তদন্ত করছে এবং ঘটনার গভীরে যাবে।’
advertisement
দিল্লির লালকেল্লার সামনে গাড়িতে বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। তদন্তভার হাতে পাওয়া পরেই জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) দল ঘটনাস্থলে পৌঁছয়। শুধু তা-ই নয়, এনএসজি এবং ফরেন্সিক দলও রয়েছে ঘটনাস্থলে। স্নিফার ডগ নিয়ে ঘটনাস্থল ঘুরে দেখেন এনএসজি-র অফিসারেরা।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Amit Shah on Delhi Blast Case: 'শীর্ষস্থানীয় সংস্থাগুলি ঘটনার গভীর তদন্ত করছে', দিল্লির বিস্ফোরণস্থল ঘুরে এসে লিখলেন ব্যথিত অমিত শাহ
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement