Amit Shah on Delhi Blast Case: 'শীর্ষস্থানীয় সংস্থাগুলি ঘটনার গভীর তদন্ত করছে', দিল্লির বিস্ফোরণস্থল ঘুরে এসে লিখলেন ব্যথিত অমিত শাহ
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Amit Shah on Delhi Blast Case: বিস্ফোরণস্থল ঘুরে এসে অমিত শাহ এক্স হ্যান্ডেলে লেখেন, 'দিল্লিতে বিস্ফোরণে প্রাণহানির ঘটনায় আমি ব্যথিত। যাঁরা তাঁদের প্রিয়জনদের হারিয়েছেন তাঁদের প্রতি আমার গভীর সমবেদনা।'
নয়াদিল্লি: সোমবার সন্ধ্যায় দিল্লির লালকেল্লা মেট্রোর এক নম্বর গেটের সামনে বিস্ফোরণের ঘটনা ঘটে। সূত্রের খবর, একটি গাড়িতে বিস্ফোরণ হয়। তার পরেই তাতে আগুন ধরে যায়। বিস্ফোরণের অভিঘাত এতটাই ছিল যে আশপাশে থাকা অনেকগুলি গাড়িও ক্ষতিগ্রস্থ হয়। পুলিশের এক সূত্রে দাবি, অন্তত ২২টি গাড়ি ধ্বংস হয়েছে। কী ভাবে বিস্ফোরণ ঘটল, তা এখনও স্পষ্ট নয়। নিহতের সংখ্যা অন্তত ৮ জন।
এদিন লালকেল্লার কাছে বিস্ফোরণস্থলে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি জানালেন, তদন্তে যা উঠে আসবে, তা প্রকাশ করা হবে জনসমক্ষে। লালকেল্লার ঘটনাস্থলে যাওয়ার আগে হাসপাতালে যান শাহ। ঘটনায় যাঁরা জখম হয়েছেন, তাঁদের দেখতেই হাসপাতালে গিয়েছেন তিনি।
আরও পড়ুন: লালকেল্লায় তদন্তে ফরেনসিক-NIA-NSG, দিল্লি বিস্ফোরণের পর মুম্বই-কেরল-হায়দরাবাদে ‘হাই অ্যালার্ট’ জারি
advertisement
Pained beyond words by the loss of lives in a blast in Delhi. My deepest condolences to those who have lost their loved ones. Have visited the blast site and also met the injured in the hospital. My prayers for their quick recovery.
Top agencies are investigating the incident…
— Amit Shah (@AmitShah) November 10, 2025
advertisement
আরও পড়ুন: লালকেল্লার সামনে গাড়িতে বিস্ফোরণের তদন্তে স্নিফার ডগ নিয়ে ঘটনাস্থলে NSG-র দল, নাশকতার ধরন খতিয়ে দেখা হচ্ছে
বিস্ফোরণস্থল ঘুরে এসে অমিত শাহ এক্স হ্যান্ডেলে লেখেন, ‘দিল্লিতে বিস্ফোরণে প্রাণহানির ঘটনায় আমি ব্যথিত। যাঁরা তাঁদের প্রিয়জনদের হারিয়েছেন তাঁদের প্রতি আমার গভীর সমবেদনা। বিস্ফোরণস্থল পরিদর্শন করেছি এবং হাসপাতালে আহতদের সঙ্গেও দেখা করেছি। তাঁদের দ্রুত আরোগ্যের জন্য আমার প্রার্থনা। শীর্ষস্থানীয় সংস্থাগুলি গুরুত্ব সহকারে ঘটনাটির তদন্ত করছে এবং ঘটনার গভীরে যাবে।’
advertisement
দিল্লির লালকেল্লার সামনে গাড়িতে বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। তদন্তভার হাতে পাওয়া পরেই জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) দল ঘটনাস্থলে পৌঁছয়। শুধু তা-ই নয়, এনএসজি এবং ফরেন্সিক দলও রয়েছে ঘটনাস্থলে। স্নিফার ডগ নিয়ে ঘটনাস্থল ঘুরে দেখেন এনএসজি-র অফিসারেরা।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 11, 2025 12:33 AM IST

